TMC MP:'সব করে-কম্মে খাচ্ছে', ঘুরিয়ে দলেরই পঞ্চায়েত সমিতিকে তুলোধনা ডাকাবুকো তৃণমূল সাংসদের?

TMC MP: সরাসরি না বললেও এবার দলের নিয়ন্ত্রণাধীন পঞ্চায়েত সমিতিকেই ঘুরিয়ে বিঁধলেন রাজ্যের শাসকদলের এই দাপুটে সাংসদ।

TMC MP: সরাসরি না বললেও এবার দলের নিয়ন্ত্রণাধীন পঞ্চায়েত সমিতিকেই ঘুরিয়ে বিঁধলেন রাজ্যের শাসকদলের এই দাপুটে সাংসদ।

author-image
Gopal Thakur
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

ডোমকলে ফেরিঘাট নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরিঘাট নিয়ে স্বচ্ছতার দাবি তুললেন সাংসদ আবু তাহের খান। অভিযোগ, ডোমকল পঞ্চায়েত সমিতির অধীন ১৯টি ফেরিঘাট থেকে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। সরকারের কোষাগারে রাজস্ব না গিয়ে সেই টাকা ভোগ করছে অসাধু চক্র।

Advertisment

মঙ্গলবার ডোমকল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ফেরিঘাট-সহ একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠকে সাংসদ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য ও তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে ফেরিঘাট ইস্যু। সাংসদ স্পষ্ট জানিয়ে দেন, ডোমকল ফেরিঘাট নিয়ে স্বাচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়া করতে হবে। এই বিষয়টি নিয়ে তিনি বিডিও-র সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমিছিল কলকাতায়! 'দায় ঝাড়ছেন মুখ্যমন্ত্রী', সোচ্চার সুকান্ত

Advertisment

অন্যদিকে ডোমকল ব্লক আধিকারিক শঙ্খদীপ দাস জানান, ফেরিঘাট নিয়ে মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন। সাংসদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আইন অনুযায়ী আদালতের নির্দেশ মেনেই ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী শিবির এতদিন ফেরিঘাট দুর্নীতি নিয়ে সরব হলেও এবার সরাসরি মুখ খুললেন শাসকদলেরই এক সাংসদ।

আরও পড়ুন-Kolkata waterlogging:বৃষ্টি থামলেও এখনও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ প্রান্ত, চরম দুর্ভোগে শহরবাসী

সাংসদ আবু তাহের খান বলেন, "অশুভ চক্র ডোমকল ফেরিঘাটটি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখে করে কম্মে খাচ্ছে। এটা যেন বন্ধ হয়, এটা বিডিও সাহেবকে বলেছি। ফেরিঘাটের বিষয়টি দেখতে হবে। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থাকতে হবে। আগামী দিনে এই ফেরিঘাট পঞ্চায়েত সমিতির দখলে আনতে হবে। বিডিও-কে বলেছি। স্বচ্ছ টেন্ডার করতে হবে।"

আরও পড়ুন-Durga Puja 2025: ১৯৭১-এর যুদ্ধে ক্ষতিগ্রস্ত মন্দির, থামেনি দেবীর আরাধনা, এপুজোর নেপথ্যের গল্পটা গায়ে কাঁটা দেয়!

Domkol TMC MP Murshidabad