/indian-express-bangla/media/media_files/2025/03/10/bAUVtdY1KymB9fRnQel1.jpg)
প্রতীকী ছবি।
ডোমকলে ফেরিঘাট নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরিঘাট নিয়ে স্বচ্ছতার দাবি তুললেন সাংসদ আবু তাহের খান। অভিযোগ, ডোমকল পঞ্চায়েত সমিতির অধীন ১৯টি ফেরিঘাট থেকে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। সরকারের কোষাগারে রাজস্ব না গিয়ে সেই টাকা ভোগ করছে অসাধু চক্র।
মঙ্গলবার ডোমকল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ফেরিঘাট-সহ একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠকে সাংসদ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য ও তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে ফেরিঘাট ইস্যু। সাংসদ স্পষ্ট জানিয়ে দেন, ডোমকল ফেরিঘাট নিয়ে স্বাচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়া করতে হবে। এই বিষয়টি নিয়ে তিনি বিডিও-র সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে ডোমকল ব্লক আধিকারিক শঙ্খদীপ দাস জানান, ফেরিঘাট নিয়ে মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন। সাংসদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আইন অনুযায়ী আদালতের নির্দেশ মেনেই ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী শিবির এতদিন ফেরিঘাট দুর্নীতি নিয়ে সরব হলেও এবার সরাসরি মুখ খুললেন শাসকদলেরই এক সাংসদ।
আরও পড়ুন-Kolkata waterlogging:বৃষ্টি থামলেও এখনও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ প্রান্ত, চরম দুর্ভোগে শহরবাসী
সাংসদ আবু তাহের খান বলেন, "অশুভ চক্র ডোমকল ফেরিঘাটটি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখে করে কম্মে খাচ্ছে। এটা যেন বন্ধ হয়, এটা বিডিও সাহেবকে বলেছি। ফেরিঘাটের বিষয়টি দেখতে হবে। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থাকতে হবে। আগামী দিনে এই ফেরিঘাট পঞ্চায়েত সমিতির দখলে আনতে হবে। বিডিও-কে বলেছি। স্বচ্ছ টেন্ডার করতে হবে।"