Calcutta High Court: SSC-এর নতুন নিয়োগ নিয়েও জট, বড়সড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট

teacher recruitment scam: গত ৩০ মে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও হাইকোর্টে মামলা।

teacher recruitment scam: গত ৩০ মে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও হাইকোর্টে মামলা।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata high court

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

WB SSC recruitment Scam: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা। সেই মামলাতেই এবার আদালতের প্রশ্নের মুখে SSC। নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের কেন নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্টভাবে নিষেধ করা হল না? হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। আগামী সোমবারের মধ্যে এক্ষেত্রে SSC-এর বক্তব্য জানতে চেয়েছে আদালত। 

Advertisment

সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে এরপর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সর্বোচ্চ আদালত এসএসসি-কে পুরনো নিয়ম মেনেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছিল। 

তবে অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের সেই নির্দেশ অমান্য করেছে। শিক্ষক নিয়োগের নয়া যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে বলে অভিযোগ। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়ের উল্লেখ না থাকার পাশাপাশি অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বরের কথাও বলা হয়েছে। এই বিষয়টি নিয়েও হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে মামলাকারীদের তরফে।

আরও পড়ুন- Madan Mitra: কসবা-কাণ্ডে তাঁর মন্তব্যে তুমুল বিতর্ক ছড়িয়েছিল, দলের শোকজের জবাবে মদন কী লিখলেন জানেন?

Advertisment

উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশ মেনে গত ৩০ মে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। যদিও চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একটি বড় অংশ এই নতুন নিয়োগে অংশ নেবেন না বলে এখনও দাবিতে অনড়। চাকরি ফেরতের দাবিতে এখনও কলকাতার রাজপথে তাদের বিক্ষোভ-আন্দোলন জারি রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- West Bengal News Live Updates:আজই পুলিশ তলব করেছিল, তার আগেই হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ

Calcutta High Court SSC SSC recruitment