Kasba gang‑rape case: কসবা কাণ্ডে বেফাঁস মন্তব্য করে দলেরই রোষে পড়তে হয়েছিল মদন মিত্রকে। কামারহাটির তৃণমূল বিধায়ককে শোকজ করেছিল দল। এবার সেই শোকজেরই উত্তর পাঠালেন মদন মিত্র।
কসবা-কাণ্ডে তাঁর মন্তব্যে এবার ক্ষমাপ্রার্থী মদন মিত্র। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাঁর মন্তব্যে তিনি অনুতপ্ত বলে জানিয়েছেন মদন মিত্র। এরপরেও দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেও তিনি তৃণমূল ছাড়বেন না বলেও চিঠিতে স্পষ্ট করেছেন মদন।
উল্লেখ্য, কসবায় ল' কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণকে কেন্দ্র করে তোলপাড় পরিস্থিতি তৈরি হয় রাজ্যজুড়ে। সেই আবহে কসবার ঘটনা নিয়ে মদন মিত্রের মন্তব্য ঘিরেও তুমুল বিতর্ক তৈরি হয়। কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণ নিয়ে মদন মিত্র বলেছিলেন, "যদি ওই মেয়েটি না যেত, তাহলে এই ঘটনা এড়ানো যেত। যদি সে কাউকে জানাত অথবা দু'জন বন্ধুকেও সাথে নিয়ে যেত তাহলেও সেদিনের এই ঘটনা এড়ানো যেত। আপনি (নির্যাতিতা) গেলেন যখন আপনার বন্ধুদের নিয়ে গেলেন না কেন? আপনার মা-বাবাকে নিয়ে গেলেন না কেন? কিংবা পার্টিরই অন্যান্য মেয়েকে নিয়ে গেলেন না কেন?"
আরও পড়ুন- West Bengal News Live Updates:আজই পুলিশ তলব করেছিল, তার আগেই হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ
মদন মিত্রের এই মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে যায়। বিরোধীরা তৃণমূল বিধায়কের মন্তব্যকে ঢাল করে সোচ্চার হন। মদনের মন্তব্যে নিগৃহীতাকে অপমানের অভিযোগ তোলে BJP।
আরও পড়ুন-railways fare hike: ভাড়া বাড়াল রেল! AC-স্লিপার ক্লাসে চড়লে বাড়তি কত খসবে গ্যাঁটের কড়ি?
এরপরেই কামারহাটির তৃণমূল বিধায়ককে শোকজের সিদ্ধান্ত নেয় তৃণমূল। তিন দিনের মধ্যে সেই শোকজের উত্তর দিতে বলা হয় মদন মিত্রকে। এবার শোকজের জবাবে ক্ষমা চেয়েছেন মদন মিত্র। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন কামারহাটির বিধায়ক। এবার থেকে তিনি দলের অনুশাসন মেনে চলবেন বলেও জানিয়েছেন মদন।
Madan Mitra: কসবা-কাণ্ডে তাঁর মন্তব্যে তুমুল বিতর্ক ছড়িয়েছিল, দলের শোকজের জবাবে মদন কী লিখলেন জানেন?
Madan Mitra written regret: কসবার ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শোকজ করে তাঁকে।
Madan Mitra written regret: কসবার ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শোকজ করে তাঁকে।
Madan Mitra: তৃণমূল বিধায়ক মদন মিত্র।
Kasba gang‑rape case: কসবা কাণ্ডে বেফাঁস মন্তব্য করে দলেরই রোষে পড়তে হয়েছিল মদন মিত্রকে। কামারহাটির তৃণমূল বিধায়ককে শোকজ করেছিল দল। এবার সেই শোকজেরই উত্তর পাঠালেন মদন মিত্র।
কসবা-কাণ্ডে তাঁর মন্তব্যে এবার ক্ষমাপ্রার্থী মদন মিত্র। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাঁর মন্তব্যে তিনি অনুতপ্ত বলে জানিয়েছেন মদন মিত্র। এরপরেও দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেও তিনি তৃণমূল ছাড়বেন না বলেও চিঠিতে স্পষ্ট করেছেন মদন।
উল্লেখ্য, কসবায় ল' কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণকে কেন্দ্র করে তোলপাড় পরিস্থিতি তৈরি হয় রাজ্যজুড়ে। সেই আবহে কসবার ঘটনা নিয়ে মদন মিত্রের মন্তব্য ঘিরেও তুমুল বিতর্ক তৈরি হয়। কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণ নিয়ে মদন মিত্র বলেছিলেন, "যদি ওই মেয়েটি না যেত, তাহলে এই ঘটনা এড়ানো যেত। যদি সে কাউকে জানাত অথবা দু'জন বন্ধুকেও সাথে নিয়ে যেত তাহলেও সেদিনের এই ঘটনা এড়ানো যেত। আপনি (নির্যাতিতা) গেলেন যখন আপনার বন্ধুদের নিয়ে গেলেন না কেন? আপনার মা-বাবাকে নিয়ে গেলেন না কেন? কিংবা পার্টিরই অন্যান্য মেয়েকে নিয়ে গেলেন না কেন?"
আরও পড়ুন- West Bengal News Live Updates:আজই পুলিশ তলব করেছিল, তার আগেই হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ
মদন মিত্রের এই মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে যায়। বিরোধীরা তৃণমূল বিধায়কের মন্তব্যকে ঢাল করে সোচ্চার হন। মদনের মন্তব্যে নিগৃহীতাকে অপমানের অভিযোগ তোলে BJP।
আরও পড়ুন-railways fare hike: ভাড়া বাড়াল রেল! AC-স্লিপার ক্লাসে চড়লে বাড়তি কত খসবে গ্যাঁটের কড়ি?
এরপরেই কামারহাটির তৃণমূল বিধায়ককে শোকজের সিদ্ধান্ত নেয় তৃণমূল। তিন দিনের মধ্যে সেই শোকজের উত্তর দিতে বলা হয় মদন মিত্রকে। এবার শোকজের জবাবে ক্ষমা চেয়েছেন মদন মিত্র। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন কামারহাটির বিধায়ক। এবার থেকে তিনি দলের অনুশাসন মেনে চলবেন বলেও জানিয়েছেন মদন।