CBI arrests Malda Medical College facility manager Abhijit Das: আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল CBI । মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেফতারের পর ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশি সহযোগিতা নিয়ে মালদা আদালতে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে ধৃতকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
এদিকে এদিন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেফতার হওয়াতেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, গত চার মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস।
এর আগে তিনি আলিপুরদুয়ারে চিলেন।তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বরানগর হাসপাতালেও ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে আগে গ্রেফতারও হয়েছিলেন অভিজিৎ দাস। কলকাতায় আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন অভিজিৎ।
আরও পড়ুন- Business Ideas: কম পুঁজিতেই বাজিমাত! দিনে-দিনে এ গাঁয়ে বাড়ছে 'রোজগেরে গিন্নি'ও
পরবর্তী সময়ে জামিন পেলেও মামলা চলতে থাকে। এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না হওয়ায় সমন জারি হয়। এবার CBI অভিজিৎ দাসকে গ্রেফতার করেছে। এদিন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেফতারের ঘটনায় ভাইস প্রিন্সিপাল ডাঃ প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন, একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি চার মাস আগে মেডিকেল কলেজে যোগদান করেছিলেন। এর আগে তিনি আলিপুরদুয়ারে ছিলেন।
আরও পড়ুন- Basanta Utsav: জমে যাবে 'বসন্ত উৎসব'! দুরন্ত বন্দোবস্ত দিঘায়, খাস 'শান্তিনিকেতন' তুলে আনছে মহিষাদল রাজবাড়ি