Advertisment

RG Kar: 'আরজি করের ঘটনা বিরলতম', সঞ্জয়ের ফাঁসির দাবি CBI-এর

RG Kar-CBI: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে প্রথমে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI will conduct narco test of Sanjay Roy in RG kar case, সঞ্জয় রায়, আরজি কর

RG Kar Case: আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়।

CBI demands death sentence of Sanjay Roy caught in RG kar case: আরজি কর (RG Kar) কাণ্ড বিরলতম ঘটনা বলে দাবি করে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সোচ্চার CBI। তার বিরুদ্ধে যে নির্দিষ্ট অভিযোগগুলি রয়েছে তা ফের একবার বিচারককে বিশদে জানানো হয় সিবিআই-এর তরফে। তারপরেই সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করেন সিবিআই আইনজীবী।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা বাংলায়। বাংলার গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্য এমনকী বিদেশেও তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। ন্যায় বিচারের দাবিতে পথে নামেন চিকিৎসকদের একটা বড় অংশ। শুধু চিকিৎসক সমাজেই নয়, সমাজের বিশিষ্ট থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষজনও একটানা প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুনে এখনও পর্যন্ত সঞ্জয় রায়কেই গ্রেপ্তার করেছে সিবিআই। প্রথমে তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তাকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের তরফে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের কিছু বক্তব্য পেশ করা হয়েছে আদালতে। আদালতে সিবিআই আইনজীবী জানিয়েছেন, নির্যাতিতার দেহ থেকে যে লালারশ উদ্ধার হয়েছে, তা পরীক্ষা করে দেখা গেছে সেটা সঞ্জয় রায়ের।

আরও পড়ুন- West Bengal News Live:হঠাৎ খালেদা জিয়ার সঙ্গে বৈঠক বাংলাদেশের সেনাপ্রধানের, কারণ ঘিরে চর্চা তুঙ্গে!

Advertisment

 শুধু তাই নয়, সঞ্জয় রায়ের জামা কাপড় এবং জুতো থেকে যে রক্তের দাগ পাওয়া গিয়েছে তাও যে নির্যাতিতার সে ব্যাপারে সব তথ্য সিবিআইয়ের তরফে তুলে ধরা হয়েছিল আদালতে। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত বলে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সোচ্চার সিবিআই।

আরও পড়ুন- Rabi Hansda: 'ছেলের সাফল্য দেখে যেতে পারল না বাবা', আক্ষেপ সন্তোষ জয়ী রবির মায়ের

Bangla News news of west bengal RG Kar Case news in west bengal Bengali News Today cbi
Advertisment