RG Kar rape-murder: আরজি কর কাণ্ডে বড়পক্ষেপ! ধর্ষণ-খুনের ঘটনায় এবার চার্জশিট পেশ করল সিবিআই। এদিন শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। সিবিআইয়ের তরফে পেশ করা চার্জশিটে সঞ্জয় রায়ের নাম রয়েছে। মামলার দায়িত্ব হাতে নেওয়ার পর ৫৬ দিনের মাথায় আরজি কর কাণ্ডে চার্জশিট পেশ করল তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, মামলার চার্জশিটে ৫৭ জনের বয়ান রেকর্ড সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চলছে।
মত্ত অবস্থায় তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের সঙ্গে জড়িত সঞ্জয় রায়! চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ঘটনার ৫৬ দিনের মাথায় ৪৮ পাতার চার্জশিট পেশ করল সিবিআই।
মন্ডপজুড়ে বৃষ্টির 'টাপুর টুপুর' শব্দ, আলোআধারির খেলা, 'সেরার সেরা'র থিমে কলকাতার কোন পুজো?
হাসপাতালের সেমিনার রুমে ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই সামনে আসে ধর্ষণ ও খু্নের ঘটনা। টানা ৩৬ ঘন্টা ডিউটি শেষ মধ্যরাতের পর হাসপাতালে সেমিনার রুমে ওই তরুণী চিকিৎসক বিশ্রামের জন্য গিয়েছিলেন। পরের দিন সকালে হাসপাতালেরই এক জুনিয়র ডাক্তার ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখতে পান। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতার শরীরে ২৫টির বেশি আঘাতের চিহ্ন মিলেছে।
হাসপাতালে ভর্তি প্রবীণ শিল্পপতি! কেমন আছেন রতন টাটা? বিরাট উদ্বেগে ভক্তরা
ঘটনার পরই গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। হাসপাতালে সঞ্জয়ের অবাধ যাতায়াত ছিল বলেই তদন্তে উঠে আসে। সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে ৯ আগস্ট ভোর ৪.০৩ মিনিটে সেমিনার রুমে প্রবেশ করতে দেখা যায়। প্রায় আধা ঘণ্টা পর তিনি সেমিনার রুম থেকে বেরিয়ে আসেন। কলকাতা পুলিশ ক্রাইম সিন থেকে ব্লুটুথ হেডফোন উদ্ধার করেছে, যেটি সঞ্জয়ের বলে দাবি করে কলকাতা পুলিশ। এরপর কলকাতা পুলিশের কাছ থেকে মামলা যায় সিবিআইয়ের হাতে। সঞ্জয়কে দফায় দফায় জেরা করে সিবিআই আধিকারিকরা। এরপর আজ সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে।
আরজি করের পর জয়নগর! হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য, কল্যাণী এইমসে হবে ময়নাতদন্ত
গত শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধরনায় বসেছিলেন জুনিয়র ডাক্তার। প্রতিশ্রুতি অনুযায়ী তার দাবি পূরণের জন্য সরকারকে ২৪ ঘন্টার ডেডলাইন বেধে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। ডেডলাইন পেরোলেও সরকার দাবি পূরণ না করায় অমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এ বিষয়ে একজন জুনিয়র চিকিৎসক বলেন, 'রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে তার দাবি পূরণ করেনি। তাই আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন শুরু করছি, মঞ্চে আমরা সিসিটিভি ক্যামেরাও বসিয়েছি'। আরজি কর ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কড়া নিশানা করেছে ভারতীয় জনতা পার্টি। এই মামলায় পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ উঠছে।