Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ CBI দফতরে, কঠিন প্রশ্নবাণের মুখে প্রাক্তন অধ্যক্ষ

RG Kar Medical Student Death: আরজি কর কাণ্ডের তদন্তে দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ টিম কলকাতায়। নিহত তরুণীর বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। তদন্তে আরজি কর হাসপাতালে গিয়েছে সিবিআই। এরই পাশাপাশি বেশ কয়কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শুক্রবার ড.সন্দীপ ঘোষকে সল্টলেকের সিজিও সিবিআই দফতরে নিয়ে আসা হয়।

author-image
Joyprakash Das
New Update
cbi interogates sandip ghosh in rg kar case updates, সন্দীপ ঘোষ, সিবিআই

RG Kar Case: তদন্তভার হাতে নিয়েই দুরন্ত গতি CBI-এর।

RG Kar CAse-Sandip Ghosh: আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় এই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে এল সিবিআই। সূত্রের খবর, এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের দিল্লির আধিকারিকরা। সল্টলেক থেকে তাঁকে সিজিও কমপ্লক্সে নিয়ে আসা হয়। তাঁর কার্যকালের সময়কালেই আরজি কর হাসপাতালে নৃশংস ভাবে খুন হয়েছিলেন ওই চিকিৎসক।

Advertisment

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় সাড়া বাংলা। ওই নৃশংস ঘটনার তদন্ত করছিল কলকাতা পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন চিকিৎসক সংগঠন সহ নানা মহল থেকে দাবি উঠতে থাকে এই হত্যাকান্ড একার পক্ষে করা সম্ভব নয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী রবিবার পর্যন্ত সময় চেয়ে নেন। তা নাহলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে মামলাও হয়। কলকাতা হাই কোর্ট আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার কিছু সময়ের মধ্যেই তদন্ত করতে ময়দানে নেমে পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- RG Kar Case: আরজি করে চিকিৎসক খুন, CBI-এর উপর ভরসা রাখতে আবেদন কলকাতার পুলিশ কমিশনারের

ইতিমধ্যে আরজি কর কাণ্ডের তদন্তের জন্য দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ টিম আসে কলকাতায়। নিহত তরুণীর বাড়়িতে গিয়েছে সিবিআই আধিকারিকরা। তদন্ত করতে গিয়ে আরজি কর হাসপাতালে। পাশাপাশি বেশ কয়কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শুক্রবার ড. সন্দীপ ঘোষকে সল্টলেকের সিজিও সিবিআই দফতরে নিয়ে আসা হয়। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর নিয়ে BJP-র ধরনা ঘিরে তুলকালাম! উত্তাল শ্যামবাজার, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি

ঘটনার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন একাধিক চিকিৎসক সংগঠন। তিনি অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু ওই দিন বিকেলে দেখা যায় কলকাতার অন্য একটি মেডিক্যাল কলেজে তাঁকে অধ্যক্ষের দায়িত্ব দেয় স্বাস্থ দফতর। পরবর্তীতে ওই কলেজের ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের ঘরে তালা দিয়ে দেয়। সামগ্রিক প্রতিবাদের জেরে তিনি আর কাজে যোগ দিতে পারেননি। পরে হাইকোর্ট এই ঘটনায় রাজ্য সরকারের কড়়া সমালোচনা করেন। তাঁকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

আরও পড়ুন- Locket-Rachana: আরজি কর কাণ্ডে লকেট-রচনা! তৃণমূল সাংসদের রিলস নিজের প্রোফাইলে পোস্ট BJP নেত্রীর

cbi RG Kar Medical College Doctors Death
Advertisment