Advertisment

ফের অনুব্রতর বাড়িতে CBI, পাহাড়-প্রমাণ সম্পত্তি নিয়ে কেষ্ট-কন্যাকে জিজ্ঞাসাবাদ

শুক্রবার সকালে অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে যায় সিবিআইয়ের একটি দল।

author-image
IE Bangla Web Desk
New Update
Who is head of SIT in SSC recruitment corruption investigation

ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর বাড়িতে হানা কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের। সকুন্যার বয়ান রেকর্ডের সম্ভাবনা।

Advertisment

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। তদন্তে নেমে ইতিমধ্যেই সুকন্যার নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুকন্যা কীভাবে এই পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হলেন? কোথা থেকে তিনি এত টাকা পেলেন? এব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। শুক্রবার সকালে সিবিআইয়ের একটি দল বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে যায়। সেই দলে মহিলা আধিকারিকও ছিলেন। সিবিআই হানা দিতেই অনুব্রতর বাড়ির আশেপাশে রীতিমতো ভিড় জমে যায়।

আরও পড়ুন- ‘কোনও দিশা নেই, ঢপবাজি চলছে’, মমতার চা-ঘুগনির ব্যবসা পরামর্শে ধুয়ে দিলেন দিলীপ

গরু পাচার মামলায় মূল অভিযুক্ত বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তদন্তে নেমে নামে-বেনামে অনুব্রতর পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, পরিচিত ও আত্মীয়দের পাশাপাশি অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যার নামেও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। বীরভূম, বর্ধমানে বেশ কয়েকটি রাইসমিলের খোঁজ মিলেছে। সেই রাইসমিলের মধ্যে বেশ কয়েকটিতে অনুব্রত কন্যা সুকন্যার অংশীদারিত্ব রয়েছে বলে দাবি সিবিআইয়ের। সেব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারীরা।

আরও পড়ুন- ট্রায়াল রান শেষ, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালু কবে থেকে?

গরু পাচার মামালায় অভিযুক্ত হিসেবে বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর নিরাপত্তারক্ষী সায়গল হোসেনও তাঁরই সঙ্গে ওই একই জেলে রয়েছেন। এর আগে একাধিকবার কেষ্ট মণ্ডল জামিনের আবেদন করেছেন। বারবারই তাঁর সেই আবেদন খারিজ করেছেন বিচারক। অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী একজন রাজনীতীবিদ। জামিনে ছাড়া পেলে তিনি তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা সিবিআইয়ের। সিবিআইয়ের এই যুক্তিতেই বারবার জামিনের আবেদন খারিজ হয়েছে অনুব্রতর।

anubrata mondal cbi Cow Smuggling
Advertisment