EC On Rahul Gandhi: বিরাট অ্যাকশনে কমিশন! এবার রাহুলকে সময়সীমা বেঁধে চ্যালেঞ্জ সিইসি-র

EC On Rahul Gandhi:বিহার থেকে শুরু হওয়া ভোটার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া এবং ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে বিতর্কের মাঝে রবিবার (১৭ আগস্ট, ২০২৫) বড় বিবৃতি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

EC On Rahul Gandhi:বিহার থেকে শুরু হওয়া ভোটার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া এবং ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে বিতর্কের মাঝে রবিবার (১৭ আগস্ট, ২০২৫) বড় বিবৃতি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi Defamation Case

ফাইল চিত্র

EC On Rahul Gandhi: বিহার থেকে শুরু হওয়া ভোটার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া এবং ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে বিতর্কের মাঝে রবিবার (১৭ আগস্ট, ২০২৫) বড় বিবৃতি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন— নির্বাচন কমিশন কোনও চাপ বা মিথ্যা অভিযোগে ভীত নয়।

Advertisment

আরও পড়ুন- উপরাষ্ট্রপতি পদে কেন রাধাকৃষ্ণণকেই পছন্দ মোদীর? নেপথ্য কারণ জোর চর্চায়

রাহুল গান্ধীর অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন সরাসরি জানিয়েছে— যদি তাঁর তিনি সত্যি বলে মনে করেন, তবে ৭ দিনের মধ্যে হলফনামা জমা দিতে হবে। তা না করলে বা ক্ষমা না চাইলে অভিযোগকে ভিত্তিহীন বলে ধরা হবে।

Advertisment

সিইসি জ্ঞানেশ কুমার বলেন— “সত্যি একমাত্র  নথিপত্র ও তদন্ত থেকেই সামনে আসে, কারও কথায় নয়। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, পশ্চিমে নয়।” তিনি আরও যোগ করেন, নির্বাচন কমিশন সব ভোটারের পাশে ‘পাথরের মতো’ দাঁড়িয়ে আছে— ধনী-গরীব, পুরুষ-মহিলা, বৃদ্ধ— সকলের জন্যই কমিশন সমানভাবে দায়বদ্ধ।

সিইসি জানান, বহু রাজনৈতিক দল গত দু' দশক ধরে ভোটার তালিকার উন্নতির দাবি জানিয়ে এসেছে। তাই বিশেষ পর্যালোচনার (SIR) কাজ বিহার থেকেই শুরু হয়েছে।

কমিশনের বক্তব্য, গত ২০ বছরে বিভিন্ন ভুলের কারণে তালিকায় থাকা ২২ লক্ষ মৃত ভোটারের নাম এবার বাদ দেওয়া হয়েছে। তবে পরিবারের সদস্য বা আত্মীয়রা তথ্য না দেওয়ায় মৃতদের নাম এতদিন রেকর্ডে ছিল।

কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ৩০ সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর পরেও নিয়ম মেনে নাম অন্তর্ভুক্তির আবেদন করা যাবে।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ জনপ্রিয় রাজনীতিবিদ! অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিরাট উদ্বেগ

rahul gandhi