/indian-express-bangla/media/media_files/2025/01/20/0qig4wt3UWYpLtkwiZKy.jpg)
ফাইল চিত্র
EC On Rahul Gandhi: বিহার থেকে শুরু হওয়া ভোটার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া এবং ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে বিতর্কের মাঝে রবিবার (১৭ আগস্ট, ২০২৫) বড় বিবৃতি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন— নির্বাচন কমিশন কোনও চাপ বা মিথ্যা অভিযোগে ভীত নয়।
আরও পড়ুন- উপরাষ্ট্রপতি পদে কেন রাধাকৃষ্ণণকেই পছন্দ মোদীর? নেপথ্য কারণ জোর চর্চায়
রাহুল গান্ধীর অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন সরাসরি জানিয়েছে— যদি তাঁর তিনি সত্যি বলে মনে করেন, তবে ৭ দিনের মধ্যে হলফনামা জমা দিতে হবে। তা না করলে বা ক্ষমা না চাইলে অভিযোগকে ভিত্তিহীন বলে ধরা হবে।
সিইসি জ্ঞানেশ কুমার বলেন— “সত্যি একমাত্র নথিপত্র ও তদন্ত থেকেই সামনে আসে, কারও কথায় নয়। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, পশ্চিমে নয়।” তিনি আরও যোগ করেন, নির্বাচন কমিশন সব ভোটারের পাশে ‘পাথরের মতো’ দাঁড়িয়ে আছে— ধনী-গরীব, পুরুষ-মহিলা, বৃদ্ধ— সকলের জন্যই কমিশন সমানভাবে দায়বদ্ধ।
সিইসি জানান, বহু রাজনৈতিক দল গত দু' দশক ধরে ভোটার তালিকার উন্নতির দাবি জানিয়ে এসেছে। তাই বিশেষ পর্যালোচনার (SIR) কাজ বিহার থেকেই শুরু হয়েছে।
কমিশনের বক্তব্য, গত ২০ বছরে বিভিন্ন ভুলের কারণে তালিকায় থাকা ২২ লক্ষ মৃত ভোটারের নাম এবার বাদ দেওয়া হয়েছে। তবে পরিবারের সদস্য বা আত্মীয়রা তথ্য না দেওয়ায় মৃতদের নাম এতদিন রেকর্ডে ছিল।
কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ৩০ সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর পরেও নিয়ম মেনে নাম অন্তর্ভুক্তির আবেদন করা যাবে।