রামনবমীতে বাংলার হিংসার জন্য পুলিশেই সরাসরি দায়ী করল কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। গত মাসের শেষে শহিদ মিনারের ধরনা মঞ্চ থেকে রামনবমীতে আইন-শৃঙ্খলা নিয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিন মুখ্যমন্ত্রীর মন্তব্যও যে উস্কানিমূলক ছিল তাও এদিন কার্যত বুঝিয়ে দিয়েছেন তাঁরা।
রামনবমীতে শিবপুর ও রিষড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে শাসক-বিরোধী কচকচানি তুঙ্গে উঠেছিল। ঘটনার কারণ খতিয়ে দেখতে গত শনিবারই বাংলায় আসে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির ছ'জন সদস্য। সেদিন তাঁদের রিষড়ায় ঢুকতে দেয়নি পুলিশ। একই ঘটনা ঘটে রবিবারও। সেদিন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের শিবপুরে প্রবেশে বাধা দেয় পুলিশ। সেই সময় উর্দিধারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন কমিটির সদস্যরা। জানা গিয়েছে, কমিটির সদস্যরা এই দুই অঞ্চলে হিংসার তদন্তে এনআইএ-কে নিয়োগ করার সুপারিশ করেছে।
আরও পড়ুন- এতদিনে ধনকড়ের পথে বোস? মমতার ঢঙেই সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল
সোমবার সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকা নিয়ে বিরক্তি প্রকাশ করেছে কমিটি। কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের মতে, পুলিশ সচেতন থাকলে এই সংঘর্ষের ঘটনা কোনও মতেই ঘটত না। কমিটির এক সদস্য বলেছেন, 'সংঘর্ষের জন্য নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের মানুষকে দায়ী করা যাবে না। মূলত আইন-শৃঙ্খলার অবনতির কারণেই হিংসার ঘটনা ঘটেছে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রয়োজন ছিল কাউকে না উস্কে নিরপেক্ষ ভূমিকা নেওয়া। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে পুলিশের চোখের সামনে ঘটলেও পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। '
আরও পড়ুন- ডিএ ধর্না দিল্লিতেও, মুখ্যমন্ত্রীকে তুলোধনা করে যন্তর মন্তর কাঁপাচ্ছেন আন্দোলনকারীরা
এরপরই কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির ওই সদস্য বলেন, 'বলা হয়েছে রমজান চলছে। রামনবমীর মিছিল যেন মুসলিম মহল্লায় না যায়। এই মন্তব্য উস্কানি ছাড়া আর কী?'
আরও পড়ুন- বিরাট দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল বিধায়কের গাড়ি, কেমন আছেন নওশাদ সিদ্দিকি?
বকেয়ার দাবিতে কেন্দ্র বিরোধী ঘরনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'রামনবমীর মিছিল যাঁরা বার করছেন আমি তাঁদের অনুরোধ করতে চাই, দয়া করে মিছিল শান্তিপূর্ণভাবে করুন। রামজান চলছে বলে মুসলিম এলাকাগুলো এড়িয়ে চলুন। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করুন। হিংসা বাঁধাবার চেষ্টা করবেন না। প্ররোচিত হবেন না।' রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের নিশানায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।