CGST raided Jangipur Tmc MLA Jakir Hossains house and factory: মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা শিল্পপতি জাকির হোসেনের বাড়ি এবং বিড়ি কারখানায় হানা দিয়েছিলেন সিজিএসটি আধিকারিকেরা। তবে তৃণমূলের দাবি, তল্লাশি অভিযান চালানো হলেও রহস্যজনক এমন কোনও নথি তৃণমূল বিধায়কের বাড়ি থেকে পাওয়া যায়নি।
বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন সংবাদমাধ্যমে বলেছেন, "জাকির হোসেনের বাড়িতে সিজিএসটি কর্তারা হানা দিয়েছিলেন। আর্থিক বছর শেষ হয়ে আসার কারণেই টার্গেট করে এই হানা।"
এদিকে দলের বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সংস্থার এই অভিযান একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দেগেছেন তৃণমূলের নেতারা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে তৃণমূলের ওপর চাপ বাড়াতেই এই অভিযান বলে দাবি শাসক শিবিরের। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষ যুক্ত রয়েছেন। স্বভাবতই বিড়ি শিল্পপতি জাকির হোসেনের বাড়ি ও কারখানায় কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে।
আরও পড়ুন- West Bengal News Live:সূত্রের খবরে অতর্কিতে হানা, হাওড়ায় ৭০০ কেজিরও বেশি গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার এক
তবে এই অভিযান সম্পর্কে শিল্পপতি তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন জানিয়েছেন, সব রকম আইন মেনেই তিনি ব্যবসা করেন। সরকারকে সময়মতো জিএসটি থেকে শুরু করে ইনকাম ট্যাক্স সবটাই তিনি দেন। এর আগেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে একাধিক বিড়ি শিল্পপতির বাড়ি-কারখানায় তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর দফতর। স্বাভাবিকভাবেই এবার ফের একবার জাকির হোসেনের বাড়ি-কারখানায় এই কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে এলাকার বিড়ি শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন- Tangra Death Case:পরিবারের অন্যদের খুনের পর আত্মহত্যা করতে বেরিয়েছিলেন দুই ভাই? ট্যাংরাকাণ্ডের কিনারায় দিশেহারা পুলিশ