kolkata police investigates Tangra triple Death Case: ট্যাংরায় তিনটি মৃতদেহ উদ্ধারের ঘটনার এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ। ব্যবসায়ী ওই পরিবারের সদস্যরা নিজেরাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন? নাকি তাঁদের খুন করা হয়েছিল? এই ঘটনার পিছনে আর্থিক সমস্যার দিকটি উঠে এলেও নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত অনেক প্রশ্নের উত্তরই এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে।
কলকাতার ট্যাংরার ওই বাড়ি থেকে গতকাল দুই মহিলা ও এক নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, প্রত্যেকেই বিষাক্ত খাবার খেয়েছিলেন। বিষ মেশানো পায়েস খেয়েছিলেন প্রত্যেকে। সেই পায়েস তাঁদের খেতে বাধ্য করা হয়েছিল? নাকি স্বেচ্ছায় তাঁরা সেটা খেয়েছিলেন? সবই এখনও অস্পষ্ট।
গতকালই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়ে দিয়েছিলেন, ট্যাংরার এই ঘটনার পুনঃনির্মাণ করা হবে। তবে বর্তমানে এই বাড়ির দুই সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সুস্থ হওয়া না পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু করা যাবে না। তাই এক্ষেত্রে আরও একটু সময় নিতে চাইছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal News Live:হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ অফিসার, বিরাট কাণ্ডে তুঙ্গে ধন্দ
একটি পথ দুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরায় এই ঘটনার কথা জানতে পারে পুলিশ। ট্যাংরার অতুল শূর রোড এলাকার একটি চারতলা বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। দুই মহিলা ও এক নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। দুই মহিলার হাতের শিরা কাটা ছিল, ওই নাবালিকার মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছিল। দুই মহিলা রুমি দে এবং সুদেষ্ণা দে সম্পর্কে দুই জা। নাবালিকা প্রিয়ম্বদা দে রুমির কন্যা। এদিকে গতকাল বাইপাসে পথ দুর্ঘটনার কবলে পড়েন দে পরিবারেরই আরও তিন সদস্য। সেই দুর্ঘটনায় জখম হন রুমির স্বামী প্রসূন দে ও সুদেষ্ণার স্বামী প্রণয় দে।
আরও পড়ুন- Big Fish: ফের জালে 'দানব মাছ', মুহূর্তেই জীবন গেল বদলে! লক্ষ লক্ষ টাকা মৎস্যজীবীর ঝুলিতে
গাড়ি দুর্ঘটনায় দে পরিবারের এক নাবালকও আহত হয়েছে। পুলিশকে প্রসূন ও প্রণয় জানিয়েছেন, তাঁরা আত্মহত্যা করতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তদন্তকারীদের সম্পর্কে দুই ভাই প্রসূন ও প্রণয় আরও জানান যে আর্থিক সমস্যার কারণেই তাঁরা গোটা পরিবার মিলে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। ৬ জন একসঙ্গে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিলেন বলে দাবি করেছেন তাঁরা। তবে পুলিশ এই ঘটনার পেছনে সম্ভাব্য সব ধরনের কারণ খতিয়ে দেখছে।
আরও পড়ুন- Mamata-Suvendu:'২৬-এর ভোটে ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু? জল্পনার শুরুতেই অলআউট আক্রমণে তৃণমূল