WB Weather Update: আজ চতুর্থীতেও পিছু ছাড়বে না বৃষ্টি। রাজ্যের একাধিক জেলায় আজ সোমবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণবর্ত ও অক্ষরেখার প্রভাবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন একেবারে লেটেস্ট আপডেট।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনার পাশাপাশি দুই মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ কম-বেশি বৃষ্টি হতে পারে।
শহর কলকাতায় সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। মহানগরীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আজ দুপুরের পর থেকে কলকাতা শহরের আবহাওয়ার উন্নতি হতে পারে। সপ্তমী পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। অষ্টমী-নবমী ও দশমীতে হালকা বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- TMC: তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে হ্যান্ডবিল, অনুব্রতর বীরভূমে ব্যাপক চাঞ্চল্য
আরও পড়ুন- RG Kar Protest: ষষ্ঠী থেকে চারদিন টানা ধরনায় নির্যাতিতার মা-বাবা, মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনতে লড়াই জারি
আরও পড়ুন- Kolkata Metro: এই প্রথমবার! দুর্গাপুজোয় যাত্রীদের ফাটাফাটি সুবিধা মেট্রোর, জানলে তাজ্জব হবেনই!
পুজোয় বৃষ্টির সম্ভাবনা কতটা?
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোয় (Durga Puja) দুর্যোগের তেমন কোনও বড় সম্ভাবনা নেই। পুজোর দিনগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তাতে পুজোর আনন্দে ভাঁটা পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পুজোর দিনগুলিতে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং সোমবার দুপুরের পর থেকে মোটের উপর সার্বিকভাবে আবহাওয়ার একটা বড়সড় উন্নতি চোখে পড়বে। আগামী শুক্রবার পর্যন্ত তেমন ভারী দুর্যোগের আশঙ্কা নেই।