Advertisment

Kolkata Metro: এই প্রথমবার! দুর্গাপুজোয় যাত্রীদের ফাটাফাটি সুবিধা মেট্রোর, জানলে তাজ্জব হবেনই!

Kolkata Metro-Durga Puja 2024: প্রতি বছর পুজোর দিনগুলিতে কলকাতা ও শহরতলির নামী দামী পুজোমণ্ডপে যেতে মেট্রোরেলকেই বেছে নেন অনেকে। এবার পুজোয় মেট্রোযাত্রীদের জন্য দুরন্ত বন্দোবস্ত।

Joyprakash Das এবং Nilotpal Sil
New Update
kolkata metro,metro,metrorail,durga puja 2024,কলকাতা মেট্রো, মেট্রোরেল,দুর্গাপুজো ২০২৪

যাত্রীদের জন্য দারুণ সুবিধা এনে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

Kolkata Metro: এই পুজোয় এই প্রথমবার! যাত্রীদের জন্য অভূতপূর্ব বন্দোবস্ত কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। এবার কলকাতা, হাওড়া এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে প্যান্ডেল হপিংয়ের জন্য প্রায় মধ্যরাত পর্যন্ত গঙ্গার তলদেশ দিয়ে ছুটবে মেট্রো। পুজোর দিনগুলিতে পাতালপথে এমন বন্দোবস্তে স্বভাবতই উচ্ছ্বসিত হবেন যাত্রীরাও।

Advertisment

মেট্রো কর্তৃপক্ষ হ্যান্ড হেল্ড টার্মিনাল আকারে আরও একটি সুবিধা এনেছে। এই হ্যান্ড হেল্ড টার্মিনালগুলি বুকিং কাউন্টারের সামনে লম্বা লাইনে না দাঁড়িয়েই যাত্রীদের তাদের QR কোড ভিত্তিক টিকিট কিনতে সক্ষম করবে। এই টার্মিনালগুলি সিঁড়ির সামনে, টিকিটবিহীন জায়গায় যে কোনও জায়গায় মোবাইল বুকিং কাউন্টার হিসাবে কাজ করবে। লাগেজ স্ক্যানার, এএফসি-পিসি গেট, স্টেশনের প্রবেশ গেট, বিভিন্ন মেট্রো স্টেশনের করিডোরে এই সুবিধা মিলবে। 

মেট্রো কর্তৃপক্ষের আশা, পুজোর দিনগুলিতে প্যান্ডেলে-প্যান্ডেলে পৌঁছোতে মেট্রোরেলকেই বেছে নেবেন যাত্রীরা। এই হ্যান্ড হেল্ড টার্মিনালগুলি একটি বিকল্প টিকিটিং সমাধান হিসাবে দারুণ কাজ করবে বলে মত মেট্রোরেলের আধিকারিকদের। যাত্রীরা দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি, এসপ্ল্যানেড, রবীন্দ্র সদন, যতীনে তাদের টিকিট কিনতে এই টার্মিনালগুলি ব্যবহার করতে পারবেন। ব্লু লাইনের যতীনদাস পার্ক এবং কালীঘাট স্টেশনগুলির পাশাপাশি গ্রিন লাইন-২-এর হাওড়া ময়দান এবং হাওড়া স্টেশনগুলিতে মিলবে পরিষেবা। 

আরও পড়ুন- Rape and Murder: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বধূকে ধর্ষণ, বিষ খাইয়ে খুন, গণপিটুনি মৃত্যু অভিযুক্তেরও

আরও পড়ুন- Durga Puja 2024: ওঁরা নাকি মহিষাসুরের বংশধর! দুর্গাপুজো এলেই শোকগ্রস্ত হয়ে পড়েন এঁরা, কারণটা বিষ্ময়কর!

আরও পড়ুন- Durga Puja 2024: দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন সচিন তেন্ডুলকর? জেলাজুড়ে প্রবল উন্মাদনার তুমুল সুনামি!

যাত্রীদের সুবিধার জন্য এই স্টেশনগুলিতে ট্রায়াল ভিত্তিতে মোট ২৩টি হ্যান্ড হেল্ড টার্মিনাল ব্যবহার করা হবে। মেট্রো কর্মীরা এই স্টেশনগুলির বুকিং কাউন্টারগুলির বাইরে টিকিটবিহীন অঞ্চলগুলিতে ঘুরে বেড়াবে যাতে যাত্রীরা নগদে ভাড়া পরিশোধ করে কোনও সময় নষ্ট না করে যাত্রীরা তাদের টিকিট কিনতে পারেন। এই টার্মিনালগুলি QR কোড ভিত্তিক টিকিট এবং অন্যান্য বৈধতাও পরীক্ষা করতে পারে।

kolkata metro Durga Puja Metro
Advertisment