/indian-express-bangla/media/media_files/2025/10/07/ongaon-2025-10-07-10-56-30.jpg)
North 24 Parganas News: পুলিশের সঙ্গে কথা বলছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। বনগাঁ–বাগদা সড়কের ধারে একটি বাড়িতে মধুচক্র চলার অভিযোগে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলছিল।
সোমবার দুপুরে কয়েকজন মহিলা ও যুবককে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষুব্ধ জনতা তাঁদের ঘরের ভেতর আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। পুলিশ অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের সামনেই তাঁদের মারধর করে বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে সোমবার ঘটনাটি ফেটে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়রা মৌখিকভাবে অভিযোগ করলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনায় জড়িত কয়েকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।