Bongaon News: ‘মধুচক্র’ ধরা পড়তেই ফুঁসে উঠল গোটা গ্রাম, পুলিশের সামনেই শুরু বেধড়ক মার

North 24 Parganas news: এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ওই এলাকায়। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন গ্রামবাসীদের।

North 24 Parganas news: এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ওই এলাকায়। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন গ্রামবাসীদের।

author-image
Utsab Mondal
New Update
বনগাঁ মধুচক্র,  চাঁদা জামতলা ঘটনা,  উত্তর ২৪ পরগনা খবর,  বনগাঁ থানার খবর,  পুলিশের উপর হামলা,  জনতার উত্তেজনা,  মধুচক্র অভিযান,  অসামাজিক কার্যকলাপ,  পশ্চিমবঙ্গ ক্রাইম নিউজ , বাগদা সড়ক বনগাঁ খবর,Bongaon brothel case  ,Chanda Jamtala incident,  North 24 Parganas news  ,Bengal police attack,  Vigilante violence in Bongaon  ,Madhuchakra raid West Bengal  ,Illegal activities in Bongaon,  Public outrage Bengal  ,Brothel busted in village  ,Bongaon police rescue,  Bengal local crime news  ,Chanda Jamtala scandal

North 24 Parganas News: পুলিশের সঙ্গে কথা বলছেন স্থানীয় বাসিন্দারা।

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। বনগাঁ–বাগদা সড়কের ধারে একটি বাড়িতে মধুচক্র চলার অভিযোগে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলছিল।

Advertisment

সোমবার দুপুরে কয়েকজন মহিলা ও যুবককে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষুব্ধ জনতা তাঁদের ঘরের ভেতর আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। পুলিশ অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের সামনেই তাঁদের মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'কারা করেছে এটা পরিষ্কার, বিকেলের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাব', নাগরাকাটার ঘটনা নিয়ে বললেন শুভেন্দু

Advertisment

স্থানীয়দের অভিযোগ, বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে সোমবার ঘটনাটি ফেটে পড়ে।

আরও পড়ুন- Modi-Mamata:'প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি প্রধানমন্ত্রীর', নাগরাকাটার ঘটনা নিয়ে মোদীর তোপের পাল্টা জবাব মমতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়রা মৌখিকভাবে অভিযোগ করলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনায় জড়িত কয়েকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

crime North 24 Pargana Bongaon