/indian-express-bangla/media/media_files/DhaOfnhuiCvaJT7L3Xn7.jpg)
প্রতীকী ছবি।
এবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জানা গিয়েছে, শনিবার কলকাতার বিচার ভবনে ED-র বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি। ইডি আগেই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল।
তবে এদিন আদালত তাঁকে ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে শর্তাধীন জামিন দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলালয়া ইডির স্ক্যানারে চিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। এদিন ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন চন্দ্রনাথ সিনহা। আদালত তাঁকে শর্তাধীন জামিন দিয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বোলপুরেই থাকতে হবে চন্দ্রনাথ সিনহাকে। ওই দিন মামলার পরবর্তী শুনানি।
ইডি সূত্রের দাবি চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে বিপুল অঙ্কের কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। ওই লেনদেনের রহস্য জানতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা। তাই তাঁকে হেফাজতে নিয়েই এব্যাপারে জেরা করতে চায় ইডি।
আরও পড়ুন- Dilip Ghosh:বাংলার হলে নেই 'দ্য বেঙ্গল ফাইলস', 'সত্য গোপন রাখা যাবে না', তৃণমূলকে তুলোধনা দিলীপের
এদিকে, এদিন কারামন্ত্রীর আদালতে আত্মসমর্পণ ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেই নিশানা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সংবাদমাধ্যমে তিনি বলেন, "তৃণমূলের যত বড় নেতা তত বড় অপরাধে যুক্ত। তৃণমূলে বেআইনি সম্পদের রমরমা। চন্দ্রনাথ সিনহাকে কে মন্ত্রী করেছে? তাকে যে মন্ত্রী করেছে সে কী টাকা নিয়েছিল? মদন মিত্রই তো বলে দিয়েছিলেন মন্ত্রীত্বের জন্য টাকা দিতে হয়। এই প্রশ্ন তো আসবেই। ইডি হেফাজতে নিলে আরও অনেক মাল-মশলা বেরিয়ে যাবে। সেই কারণেই হেফাজতে নিতে দেওয়া হচ্ছে না। চন্দ্রনাথ-সহ তৃণমূলের নেতারা নানা অপরাধে যুক্ত। ছেলেমেয়েদের জীবন ধ্বংস করার দায় অভিযুক্ত থাকবেন। এটা কেউ অস্বীকার করতে পারবে না।"