WB Minister :প্রাথমিক নিয়োগ মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের ডাকাবুকো মন্ত্রীর

surrender to ED special court: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন রাজ্যের এই মন্ত্রী।

surrender to ED special court: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন রাজ্যের এই মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Enforcement Directorate, RG Kar Case

প্রতীকী ছবি।

এবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জানা গিয়েছে, শনিবার কলকাতার বিচার ভবনে ED-র বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি। ইডি আগেই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল।

Advertisment

 তবে এদিন আদালত তাঁকে ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে শর্তাধীন জামিন দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলালয়া ইডির স্ক্যানারে চিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। এদিন ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন চন্দ্রনাথ সিনহা। আদালত তাঁকে শর্তাধীন জামিন দিয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বোলপুরেই থাকতে হবে চন্দ্রনাথ সিনহাকে। ওই দিন মামলার পরবর্তী শুনানি।

Advertisment

ইডি সূত্রের দাবি চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে বিপুল অঙ্কের কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। ওই লেনদেনের রহস্য জানতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা। তাই তাঁকে হেফাজতে নিয়েই এব্যাপারে জেরা করতে চায় ইডি। 

আরও পড়ুন- Dilip Ghosh:বাংলার হলে নেই 'দ্য বেঙ্গল ফাইলস', 'সত্য গোপন রাখা যাবে না', তৃণমূলকে তুলোধনা দিলীপের

এদিকে, এদিন কারামন্ত্রীর আদালতে আত্মসমর্পণ ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেই নিশানা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সংবাদমাধ্যমে তিনি বলেন, "তৃণমূলের যত বড় নেতা তত বড় অপরাধে যুক্ত। তৃণমূলে বেআইনি সম্পদের রমরমা। চন্দ্রনাথ সিনহাকে কে মন্ত্রী করেছে? তাকে যে মন্ত্রী করেছে সে কী টাকা নিয়েছিল? মদন মিত্রই তো বলে দিয়েছিলেন মন্ত্রীত্বের জন্য টাকা দিতে হয়। এই প্রশ্ন তো আসবেই। ইডি হেফাজতে নিলে আরও অনেক মাল-মশলা বেরিয়ে যাবে। সেই কারণেই হেফাজতে নিতে দেওয়া হচ্ছে না। চন্দ্রনাথ-সহ তৃণমূলের নেতারা নানা অপরাধে যুক্ত। ছেলেমেয়েদের জীবন ধ্বংস করার দায় অভিযুক্ত থাকবেন। এটা কেউ অস্বীকার করতে পারবে না।"

আরও পড়ুন- West Bengal News Live Updates:বাংলায় SIR তৎপরতা তুঙ্গে? জরুরি বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক, দাবি সূত্রের

primary teachers recruitmen scam Chandranath Sinha ED