/indian-express-bangla/media/media_files/2025/09/06/ssc-2025-09-06-15-49-44.jpg)
News in bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata news live updates:SSC-র নয়া নিয়োগ পরীক্ষা শুরু আগামিকাল ৭ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার। নবম-দশমের নিয়োগের পরীক্ষা নেওয়া হবে আগামিকাল। একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষা আগামী ১৪ সেপ্টেম্বর। এসএসসি-এর নতুন নিয়োগ প্রক্রিয়ায় 'দাগি'রা ঢুকে পড়তে পারেন? পরীক্ষার আগের দিনেও এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেল স্কুল সার্ভিস কমিশন।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শনিবার বলেছেন, "এই ধরনের প্রশ্নের উত্তর ১৪ তারিখের আগে দেব না।" উল্লেখ্য এসএসসি-এর এই নতুন নিয়োগ পরীক্ষা নিয়ে আগেভাগে কড়া সতর্কবার্তা দিয়ে দেখেছে সুপ্রিম কোর্ট। এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায় একজন 'দাগি' শিক্ষকও যদি বসেন তাহলে তার 'ফল' ভুগতে হবে রাজ্যকে, এমনই বার্তা দিয়ে রেখেছে শীর্ষ আদালত। এরপরেও পরীক্ষার আগের দিনেও 'দাগি' সংক্রান্ত প্রশ্নে কার্যত নিরুত্তর রইল কমিশন।
আরও পড়ুন- Tehatta Incident: নিখোঁজ শিশুর দেহ উদ্ধারে ক্ষোভের আগুন! সন্দেহেই স্বামী-স্ত্রীকে পিটিয়ে মারল জনতা
মুম্বইতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অশ্বিন কুমার সুপ্রা। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তাকে আটক করেছে।পুলিশ সূত্রের খবর, মূলত ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা। হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত ফোন ও সিম কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে নয়ডা থেকে মুম্বই আনা হয়েছে এবং পুলিশ তাকে তদন্তে নিয়ে তৎপর রয়েছে।
আরও পড়ুন-WB Minister :প্রাথমিক নিয়োগ মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের ডাকাবুকো মন্ত্রীর
আরও পড়ুন- SSC Exam: রবিবার SSC-এর শিক্ষক নিয়োগের পরীক্ষা, সঙ্গে কী রাখতেই হবে, আর কী নয়! রইল তালিকা
- Sep 06, 2025 16:17 IST
Kolkata News Live Updates:মোদীর গুগলি, কপালে ভাঁজ মার্কিন প্রেসিডেন্টের
চলতি মাসের শেষে নিউইয়র্কে শুরু হতে চলা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর। রাষ্ট্রসংঘ কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বক্তাদের তালিকায় মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকলেও, শেষমেশ বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারত।
বিস্তারিত পড়ুন- Modi-Trump: মোদীর গুগলি, কপালে ভাঁজ মার্কিন প্রেসিডেন্টের, তবে কী....
- Sep 06, 2025 16:15 IST
Kolkata News Live Updates:স্বামী-স্ত্রীকে পিটিয়ে মারল জনতা
নিখোঁজ থাকা এক বালক ছাত্রের ঝোপের মধ্যের জলাশয় থেকে দেহ উদ্ধারের পর জনরোষে মারা গেল দু'জন। এই ঘটনায় উত্তেজিত এলাকার মানুষ অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম। তেহট্ট থানার নিশ্চিন্তপুর বটতলা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
বিস্তারিত পড়ুন- Tehatta Incident: নিখোঁজ শিশুর দেহ উদ্ধারে ক্ষোভের আগুন! সন্দেহেই স্বামী-স্ত্রীকে পিটিয়ে মারল জনতা
- Sep 06, 2025 16:14 IST
Kolkata News Live Updates:টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়লেন রেলযাত্রী
টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী।
বিস্তারিত পড়ুন- Baruipur Incident: টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়লেন রেলযাত্রী, কারণ জানলে চমকে যাবেন!
- Sep 06, 2025 16:13 IST
Kolkata News Live Updates:ফের শাহজাহানের বাড়িতে সিবিআই
আবারও চর্চায় সন্দেশখালির একদা বেতাজ বাদশা শেখ শাহাজান। সূত্রের খবর, ফের একবার শাহজাহানের বাড়িতে হানা দিয়েছে CBI-এর দল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে জানা গিয়েছে, জেলে বসে শাহজাহান তার লোকজনদের দিয়ে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অভিযোগ পাওয়ার পরেই শাহজাহানের বাড়িতে গিয়েছে সিবিআই। বাড়ির লোকেদের সঙ্গে কোনওভাবে শাহজাহানের যোগাযোগ হচ্ছে কিনা বিষয়টি সম্পর্কে ১০০ ভাগ নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা।
বিস্তারিত পড়ুন- Sheikh Shahjahan:জেলে বসেই শেখ শাহজাহানের বড়সড় 'অপকীর্তি' প্রকাশ্যে! খবর পেয়েই ময়দানে CBI
- Sep 06, 2025 13:35 IST
Kolkata News Live Updates:SSC-এর পরীক্ষায় সঙ্গে কী রাখতেই হবে, আর কী নয়!
বহু কাঠ খড় পুড়িয়ে অবশেষে আগামিকাল ৭ সেপ্টেম্বর এবং পরের সপ্তাহের রবিবার ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা। কাল রবিবার ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং তারপরের রবিবার ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। কাল ক'টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে চাকরিপ্রার্থীদের? পরীক্ষাকেন্দ্রে কোন জিনিসগুলি নিয়ে যেতেই হবে চাকরিপ্রার্থীদের? এবারের পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে কী কী নিয়ে যাওয়া একেবারে বাধ্যতামূলক করা হয়েছে? এসব ব্যাপারেই বিস্তারিতভাবে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
বিস্তারিত পড়ুন- SSC Exam: রবিবার SSC-এর শিক্ষক নিয়োগের পরীক্ষা, সঙ্গে কী রাখতেই হবে, আর কী নয়! রইল তালিকা
- Sep 06, 2025 12:19 IST
Kolkata News Live Updates:আদালতে আত্মসমর্পণ রাজ্যের ডাকাবুকো মন্ত্রীর
এবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জানা গিয়েছে, শনিবার কলকাতার বিচার ভবনে ED-র বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি। ইডি আগেই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। তবে এদিন আদালত তাঁকে ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে শর্তাধীন জামিন দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর।
বিস্তারিত পড়ুন- WB Minister :প্রাথমিক নিয়োগ মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের ডাকাবুকো মন্ত্রীর
- Sep 06, 2025 11:42 IST
Kolkata News Live Updates:তৃণমূলকে তুলোধনা দিলীপের
ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এবার সদ্য মুক্তি প্রাপ্ত হিন্দি ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধোনা প্রাক্তন বিজেপি সাংসদের। 'সত্য গোপন রাখা যাবে না', দ্য বেঙ্গল ফাইলস নিয়ে তৈরি হওয়া বিতর্ক ইস্যুতে তৃণমূলকে তুমুল কটাক্ষ বিজেপি নেতার।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh:বাংলার হলে নেই 'দ্য বেঙ্গল ফাইলস', 'সত্য গোপন রাখা যাবে না', তৃণমূলকে তুলোধনা দিলীপের
- Sep 06, 2025 10:56 IST
Kolkata News Live Updates:অভিষেকের নাম করে ভোটের টিকিটের টোপ,ধৃত ১
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ওই ব্যক্তি টাকা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। মারাত্মক এই অভিযোগ পেয়েই তুমুল তৎপরতা শুরু করে দেয় কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে নাজমুল হোদা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিস্তারিত পড়ুন- Kolkata News: অভিষেকের নাম করে ভোটের টিকিটের টোপ, টাকা আদায়ের চেষ্টা, কে গ্রেফতার জানেন?
- Sep 06, 2025 10:33 IST
Kolkata News Live Updates:অনশনে একদা শীর্ষ মাওবাদী নেতা
একদা শীর্ষ মাওবাদী নেতা অর্ণব দাম এবার তাঁর PHD গবেষক হিসেবে স্কলারশিপের দাবিতে জেলেই অনশন আন্দোলন শুরু করেছেন। তাঁর অভিযোগ, তাঁর মেধাকে গুরুত্ব দিতে চাইছে না সরকার। এমনকী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাঁর স্কলারশিপ নিয়ে স্বজনপোষণেরও অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি লিখেছেন অর্ণব। তাতেও কোনও কাজ হয়নি বলে দাবি তাঁর। এবার অর্ণব দামের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন APDR।
বিস্তারিত পড়ুন- Hunger Strike:একদা শীর্ষ মাওবাদী নেতার PHD স্কলারশিপের দাবিতে জেলেই অনশন, পাশে APDR
- Sep 06, 2025 10:07 IST
Kolkata News Live Updates:রাতভর অবস্থান বিক্ষোভে সাংসদ
মালদার চাঁচল থানায় গরিব মানুষদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গতকাল রাত থেকে অবস্থান আন্দোলন করছেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু।
- Sep 06, 2025 10:06 IST
Kolkata News Live Updates:স্পেশাল ট্রেনের ছড়াছড়ি!
আসন্ন শারদোৎসব, দীপাবলি এবং ছট পুজোর সময় রেলের বিভিন্ন ডিভিশনে যাত্রীদের ভিড় ব্যাপকভাবে বেড়ে যায়। সেই ভিড় সামাল দিতে প্রতি বছরের মতো এবারেও পূর্ব রেলওয়ে কলকাতা ও লখনউ এবং মালদা টাউন ও আনন্দ বিহারের মধ্যে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিস্তারিত পড়ুন- Puja Special Trains: উৎসবের মরশুমে বাংলা থেকেই দিকে-দিকে স্পেশাল ট্রেনের ছড়াছড়ি! বাম্পার বন্দোবস্ত বিশদে জানুন
- Sep 06, 2025 10:05 IST
Kolkata News Live Updates:উইকেন্ডেও প্রবল বৃষ্টি?
নিম্নচাপের গেরো কাটতেই বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি কমলেও ভ্যাপসা গরমের পরিস্থিতি বহাল। আজ উইকেন্ড এবং আগামিকাল রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে? পুজোর কেনাকাটা ভেস্তে দেবে বৃষ্টি? কেমনই বা থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এস নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- Kolkata weather Forecast:উইকেন্ডেও প্রবল বৃষ্টি? টানা দুর্যোগ উত্তরবঙ্গে? দক্ষিণবঙ্গের আবহাওয়ার টাটকা আপডেট জানুন!