/indian-express-bangla/media/media_files/2025/08/01/dilip-2025-08-01-16-41-53.jpg)
Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।
The Bengal Files Controversy: ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এবার সদ্য মুক্তি প্রাপ্ত হিন্দি ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধোনা প্রাক্তন বিজেপি সাংসদের। 'সত্য গোপন রাখা যাবে না', দ্য বেঙ্গল ফাইলস নিয়ে তৈরি হওয়া বিতর্ক ইস্যুতে তৃণমূলকে তুমুল কটাক্ষ বিজেপি নেতার।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এদিন দিলীপ ঘোষ বলেছেন, "...এই মুহূর্তে, 'দ্য বেঙ্গল ফাইলস' সারা দেশে দেখা হচ্ছে। বাংলার মানুষ এটি অনলাইনেও দেখবে। আপনি যত বেশি লোককে দেখা থেকে বিরত রাখার চেষ্টা করবেন, তত বেশি তারা এটি দেখতে চাইবে। সত্য গোপন রাখা যাবে না।"
আরও পড়ুন- Kolkata News: অভিষেকের নাম করে ভোটের টিকিটের টোপ, টাকা আদায়ের চেষ্টা, কে গ্রেফতার জানেন?
উল্লেখ্য, ১৯৪৬ সালের অগাস্ট মাসে কলকাতার 'দাঙ্গা' পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি হিন্দি ছবি বানিয়েছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'দ্য বেঙ্গল ফাইলস' নামের ওই সিনেমাটিতে ১৯৪৬ সালের আগস্ট মাসে কলকাতার হিংসাত্মক পরিস্থিতি তুলে ধরা হয়েছে বলে দাবি পরিচালকের। ইতিমধ্যেই ছবিটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূলের নেতারা এই ছবির মুক্তি পাওয়ার নেপথ্যে 'রাজনীতি' দেখছেন।
এক্ষেত্রে তাদের নিশানায় কেন্দ্রের শাসকদল বিজেপি। কলকাতার ইতিহাসকে কলঙ্কিত করেছে 'দ্য বেঙ্গল ফাইলস', এমনই মনে করেন তৃণমূল কংগ্রেসের নেতারা। কলকাতায় এই ছবির ট্রেলার লঞ্চের সময়েও একটি বেসরকারি হোটেলে তুমুল হট্টগোল হয়েছিল। গত ৫ তারিখ সারাদেশে মুক্তি পেয়েছে এই ছবি।
তবে পশ্চিমবঙ্গের হলমালিকরা এখনও পর্যন্ত এই ছবির প্রদর্শন করানোর 'সাহস' পাচ্ছেন না বলে মনে করছেন অনেকে। এক্ষেত্রে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সিনেমাপ্রেমীদের একাংশ। এবার এই বিতর্কে মুখ খুলে তৃণমূলকে ফের একবার তুলোধোনা বিজেপি নেতা দিলীপ ঘোষের।