ফেটে গেল বিমানের উইন্ডশিল্ড, মাঝ আকাশে হুলস্থূল, ভয়ে থরথর করে কাঁপছেন যাত্রীরা

বৃহস্পতিবার গভীর রাতে চেন্নাই বিমানবন্দরে বড় দুর্ঘটনার মুখে পড়ল মাদুরাই থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমান। জানা গিয়েছে বিমানটির সামনের উইন্ডশিল্ড ফেটে যায় অবতরণের ঠিক আগে।

বৃহস্পতিবার গভীর রাতে চেন্নাই বিমানবন্দরে বড় দুর্ঘটনার মুখে পড়ল মাদুরাই থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমান। জানা গিয়েছে বিমানটির সামনের উইন্ডশিল্ড ফেটে যায় অবতরণের ঠিক আগে।

author-image
IE Bangla Web Desk
New Update
"indigo flght, indigo tickets, indigo patna to delhi, indigo delhi flight, flight bird hit, patna to delhi indigo flight, delhi flights, Breaking News, latest news today's, latest news, Latest Breaking News, Breaking News, Today's Breaking and Latest news, Latest News Today, Latest Breaking News Headlines

মাঝ আকাশে হুলস্থূল

বড়সড় বিমান দুর্ঘটনা থেকে কোন মতে রক্ষা! বৃহস্পতিবার গভীর রাতে চেন্নাই বিমানবন্দরে বড় দুর্ঘটনার মুখে পড়ল  মাদুরাই থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমান। জানা গিয়েছে বিমানটির সামনের উইন্ডশিল্ড ফেটে যায় অবতরণের ঠিক আগে। তড়িঘড়ি পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও সচেতনতার জন্যই ৭৬ জন যাত্রীসহ বিমানটি রাত ১১টা ১২ মিনিটে নিরাপদে অবতরণ করে।

Advertisment

আরও পড়ুন-দেশেই মিলেছিল বাংলাদেশি তকমা, অন্তঃসত্ত্বা সোনালি সহ ৫ জনকে ভারতে ফেরানোর বড় নির্দেশ বাংলাদেশে আদালতের

সূত্রের খবর, ককপিটের কাঁচে ফাটল লক্ষ্য করার পর পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে সতর্ক করেন। এরপর এমারজেন্সি সিকিউরিটি প্রোটোকল অ্যাকটিভ করা হয় এবং বিমানটি রানওয়েতে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়। ঘটনায় কেউ আহত হননি। যদিও কী কারণে এই, ফাটল, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Advertisment

আরও পড়ুন-বাম্পার বন্দোবস্ত কলকাতা মেট্রোর! রবিবারেও দুরন্ত পরিষেবা, জানুন বিশদে

উল্লেখ্য এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভার আয়োজন করেন। উৎসবের মরশুমের আগে নিরাপত্তা, পরিচালনা এবং যাত্রী পরিষেবা নিয়ে তিনি দেশের প্রথম সারির বিমান সংস্থা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। 

আরও পড়ুন-সংবাদ সম্মেলনে 'নিষিদ্ধ' মহিলা সাংবাদিকের প্রবেশ, দেশের মাটিতে 'তালিবানি আচরণে কেন্দ্রকে তুলোধোনা মহুয়ার

সভায় সুরক্ষা মান কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন এবং বিমান সংস্থাগুলিকে যুক্তিসঙ্গত ভাড়া বজায় রাখার আহ্বান জানান। সভায় আরও জানানো হয়, উৎসবের ভিড় সামাল দিতে ব্যস্ত রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করার।

Chennai Indigo