/indian-express-bangla/media/media_files/2025/09/03/kolkata-metro-2025-09-03-10-29-11.jpg)
Sunday metro timing: রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের (West Bengal Police Recruitment Board) পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী রবিবার, ১২ অক্টোবর ২০২৫-এ ব্লু লাইন ও গ্রিন লাইন মেট্রো করিডরে বিশেষ মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
রবিবার ব্লু লাইনের মেট্রো সকাল ৭টা থেকেই চলবে। ওই দিন মোট ১৩৮টি পরিষেবা (৬৯ আপ ও ৬৯ ডাউন) চালানো হবে, যেখানে সাধারণত ১৩০টি পরিষেবা চালানো হয়। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ব্লু লাইন পরিষেবার সময়সূচি:
প্রথম ট্রেন:
সকাল ০৭:০০ টা – নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম (আগে ০৯:০০ টা থেকে শুরু হতো)
সকাল ০৭:০৪ টা – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আগে ০৯:০৪ টা থেকে)
সকাল ০৭:২০ টা – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (আগে ০৯:০০ টা থেকে)
শেষ ট্রেন:
রাত ২১:৩০ টা – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
রাত ২১:৩৩ টা – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
রাত ২১:৪৩ টা – শহিদ ক্ষুদিরাম থেকে দমদম
(শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন নেই)
গ্রিন লাইন পরিষেবার সময়সূচি:
রবিবার গ্রিন লাইনেও সকাল ৭টা থেকেই পরিষেবা শুরু হবে। ওই দিন মোট ১১২টি পরিষেবা (৫৬ আপ ও ৫৬ ডাউন) চালানো হবে, যা সাধারণত ১০৪টি পরিষেবা থাকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।
প্রথম ট্রেন:
সকাল ০৭:০০ টা – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (আগে ০৯:০০ টা থেকে)
সকাল ০৭:০২ টা – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (আগে ০৯:০২ টা থেকে)
আরও পড়ুন-Toto: টোটো নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের! দিন কয়েকেই শুরু বড়সড় পদক্ষেপ
শেষ ট্রেন:
রাত ২১:৪৫ টা – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
রাত ২১:৪৭ টা – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
(শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে)
কলকাতা মেট্রোরেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই দিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা চলবে। তবে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে রবিবারের মতো সেদিনও কোনও পরিষেবা থাকবে না।