Kolkata Metro:বাম্পার বন্দোবস্ত কলকাতা মেট্রোর! রবিবারেও দুরন্ত পরিষেবা, জানুন বিশদে

special metro services: আগামিকাল অর্থাৎ রবিবার যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। উপকৃত হবেন পরীক্ষার্থীরাও।

special metro services: আগামিকাল অর্থাৎ রবিবার যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। উপকৃত হবেন পরীক্ষার্থীরাও।

author-image
Joyprakash Das
New Update
Kolkata Metro 2025  ,Bhatri Dwitiya Metro Schedule,  Kolkata Metro Special Services  ,Blue Line Metro Kolkata  ,Green Line Metro Kolkata  ,Kolkata Metro Timings,  23 October Metro Kolkata,Bhai Phonta 2025,কলকাতা মেট্রো ২০২৫  ,ভাইফোঁটা মেট্রো সময়সূচি,  ব্লু লাইন মেট্রো কলকাতা,  গ্রীন লাইন মেট্রো কলকাতা  ,মেট্রো বিশেষ সার্ভিস  ,২৩ অক্টোবর মেট্রো  ,কলকাতা মেট্রো পরিষেবা,  ভাইফোঁটার দিনে মেট্রো,  শহীদ ক্ষুদিরাম মেট্রো  ,সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো

Sunday metro timing: রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের (West Bengal Police Recruitment Board) পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী রবিবার, ১২ অক্টোবর ২০২৫-এ ব্লু লাইন ও গ্রিন লাইন মেট্রো করিডরে বিশেষ মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisment

রবিবার ব্লু লাইনের মেট্রো সকাল ৭টা থেকেই চলবে। ওই দিন মোট ১৩৮টি পরিষেবা (৬৯ আপ ও ৬৯ ডাউন) চালানো হবে, যেখানে সাধারণত ১৩০টি পরিষেবা চালানো হয়। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: রাজ্যে আবারও ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া, ক্যাম্পাসের পাশেই পাশবিক অত্যাচার

Advertisment

ব্লু লাইন পরিষেবার সময়সূচি:

প্রথম ট্রেন:

সকাল ০৭:০০ টা – নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম (আগে ০৯:০০ টা থেকে শুরু হতো)
সকাল ০৭:০৪ টা – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আগে ০৯:০৪ টা থেকে)
সকাল ০৭:২০ টা – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (আগে ০৯:০০ টা থেকে)

শেষ ট্রেন:

রাত ২১:৩০ টা – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
রাত ২১:৩৩ টা – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
রাত ২১:৪৩ টা – শহিদ ক্ষুদিরাম থেকে দমদম
(শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন নেই)

আরও পড়ুন-দেশেই মিলেছিল বাংলাদেশি তকমা, অন্তঃসত্ত্বা সোনালি সহ ৫ জনকে ভারতে ফেরানোর বড় নির্দেশ বাংলাদেশে আদালতের

গ্রিন লাইন পরিষেবার সময়সূচি:

রবিবার গ্রিন লাইনেও সকাল ৭টা থেকেই পরিষেবা শুরু হবে। ওই দিন মোট ১১২টি পরিষেবা (৫৬ আপ ও ৫৬ ডাউন) চালানো হবে, যা সাধারণত ১০৪টি পরিষেবা থাকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।

প্রথম ট্রেন:

সকাল ০৭:০০ টা – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (আগে ০৯:০০ টা থেকে)
সকাল ০৭:০২ টা – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (আগে ০৯:০২ টা থেকে)

আরও পড়ুন-Toto: টোটো নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের! দিন কয়েকেই শুরু বড়সড় পদক্ষেপ

শেষ ট্রেন:

রাত ২১:৪৫ টা – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
রাত ২১:৪৭ টা – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
(শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে)

কলকাতা মেট্রোরেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই দিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা চলবে। তবে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে রবিবারের মতো সেদিনও কোনও পরিষেবা থাকবে না।

kolkata news Sunday metro timing kolkata metro