Advertisment

Chhat Festival 2024 : ছট পুজোয় অভূতপূর্ব উদ্যোগ! বেনজির ভাবনা পথ দেখাচ্ছে অন্যদেরও

Chhat Festival 2024 : দূষণ প্রতিরোধ করার বার্তা দিয়ে বাড়িতে চৌবাচ্চায় গঙ্গার জল এনে ছট পুজো পালন করলেন পরিবারের সদস্যরা। পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Chhath puja

পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে।

Chhat Festival 2024 : বৃহস্পতিবার বিকেলে সাড়ম্বরে পালিত হল ছট পুজোর উৎসব।  তবে এবারে মালদার ইংরেজবাজার শহরের শরৎপল্লী এলাকার জয়সওয়াল পরিবার দূষণ প্রতিরোধ করার বার্তা দিয়ে বাড়িতে চৌবাচ্চায় গঙ্গার জল এনে ছট পুজো পালন করলেন। 

Advertisment

বাড়ির তিন তলার ছাদে বড় একটি চৌবাচ্চা তৈরি করা হয়। সেখানে ফরাক্কা থেকে গঙ্গা নদীর জল এনে মজুত করা হয়েছিল। আর সেই অস্থায়ী চৌবাচ্চার গঙ্গা নদীর জলের পুজো দিয়ে নদী দূষণ রোধের বার্তা দিয়েছেন জয়সওয়াল পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, ছটের আমন্ত্রণ পত্রেও পরিবেশ রক্ষার বার্তা। জানানো হয়েছে পরিবেশ বান্ধব ছট পালনের আহ্বান । পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে। 

মালদা শহরের শরৎপল্লী এলাকার বাসিন্দা সুভাষ জয়সওয়াল। তাঁর দুই মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন। দুই মেয়ের উদ্যোগেই বাড়িতে ছট উৎসব হয়ে আসছে। করোনার সময় প্রথম বাড়ির ছাদে ছট পালন করেন তাঁরা। তারপর থেকেই নদী দূষণ রোধের বার্তা দিতে প্রতিবছর বাড়ির ছাদে ছট পালন করে আসছেন। এবারেও তার কোন ব্যাতিক্রমী হয়নি।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, CBI-কে সময় বেঁধে কী নির্দেশ আদালতের?

মালদা শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। দুই তীরে কয়েক হাজার মানুষ ছট পালন করে থাকেন। ছটের পর দেখা যায় বিভিন্ন ভাবে নদী দূষিত হচ্ছে। পুজোর ফেলে দেওয়া নানান সামগ্রী, পুজোর নৈবদ্য থেকে নদী দূষিত হচ্ছে। দূষণ রোধে সকলে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতেই বিগত কয়েক বছর ধরেই নদীর জলে না নেমে বাড়ির ছাদে চৌবাচ্চায় ছট পালন করে আসছে জয়সওয়াল পরিবার। 

পরিবারের প্রবীণকর্তা সুভাষ জয়সওয়াল বলেন,  পুজোর পরে ফেলে দেওয়া নানান সামগ্রী নষ্ট না করে সেগুলি দিয়ে জৈব সার তৈরি করা হয়। তারপর সেগুলি দিয়ে বাড়ির ছাদে ফুল গাছের পরিচর্যা করে থাকেন। ছটের মধ্যে দিয়ে নদী দূষণ প্রতিরোধের বার্তা এই ভাবেই মানুষের কাছে ছট পুজোর মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

অভিষেককে 'ভবিষ্যতের মুখ্যমন্ত্রী' বলছেন কুণাল, ট্রাম্পের জয়ের প্রসঙ্গ টেনে কী ইঙ্গিত কল্যাণের?

অন্যদিকে মালদা শহরের বালুচর এবং মিশন ঘাট এলাকায় ধুমধাম করে পালিত হলো ছট পুজো উৎসব । এদিন অসংখ্য ভক্তেরা নদীতে নেমে সূর্য দেবতার উদ্দেশ্যেই এই ছট পুজো পালন করেন। এদিনের ছট পুজোকে ঘিরে পুলিশ প্রশাসন ও ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হয়। 

 

Chhath Puja
Advertisment