Kalyan Banerjee-Kunal Ghosh: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় প্রসঙ্গে বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। "বয়স কোনও ফ্যাক্টর নয় রাজনীতিতে।" এর আগেও রাজনীতিতে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কল্যাণের এই মন্তব্য ঘিরে চর্চা ছড়িয়েছে।
কী বলেছেন কল্যাণ?
"ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন, যে বয়স কোনও ফ্যাক্টর নয় রাজনীতিতে। ৭৮ বছর বয়সেও যদি কর্মক্ষমতা থাকে, যদি পপুলারিটি থাকে তাহলে সে জিতে আসতে পারে।"
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। অভিষেকের জন্মদিনের আগেই দলের নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে কুণাল অভিষেককে রাজ্যের 'ভাবী মুখ্যমন্ত্রী' হিসেবে তুলে ধরেছিলেন। কুণালের সেই পোস্টের পর দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে চর্চা বেড়েছে।
আরও পড়ুন- Private Hospitals: বাংলার স্বাস্থ্যক্ষেত্রে ঐতিহাসিক সিদ্ধান্ত! এই 'ফি'-এর টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল
আরও পড়ুন- Taruner Swapna Scheme 2024: সরকার পাঠালেও ট্যাবের টাকা পাননি ছাত্রছাত্রীরা, মাঝপথে টাকা তুলে নিল কে জানেন?
অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী লিখেছিলেন কুণাল?
গতকাল রাতে তিনি লিখেছিলেন, "রাত পোহালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক। আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।"
আরও পড়ুন- Offbeat Destination: বেড়ানোর সংজ্ঞাটাই বদলে দেবে অপরূপ এই তল্লাট! কলকাতার কাছেই অফবিট এই ডেস্টিনেশন
Kalyan Banerjee: অভিষেককে 'ভবিষ্যতের মুখ্যমন্ত্রী' বলছেন কুণাল, ট্রাম্পের জয়ের প্রসঙ্গ টেনে কী ইঙ্গিত কল্যাণের?
Kunal Ghosh-Abhishek Banerjee: জন্মদিনের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অভিষেককে আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেছেন কুণাল।
Follow Us
Kalyan Banerjee-Kunal Ghosh: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় প্রসঙ্গে বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। "বয়স কোনও ফ্যাক্টর নয় রাজনীতিতে।" এর আগেও রাজনীতিতে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কল্যাণের এই মন্তব্য ঘিরে চর্চা ছড়িয়েছে।
কী বলেছেন কল্যাণ?
"ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন, যে বয়স কোনও ফ্যাক্টর নয় রাজনীতিতে। ৭৮ বছর বয়সেও যদি কর্মক্ষমতা থাকে, যদি পপুলারিটি থাকে তাহলে সে জিতে আসতে পারে।"
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। অভিষেকের জন্মদিনের আগেই দলের নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে কুণাল অভিষেককে রাজ্যের 'ভাবী মুখ্যমন্ত্রী' হিসেবে তুলে ধরেছিলেন। কুণালের সেই পোস্টের পর দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে চর্চা বেড়েছে।
আরও পড়ুন- Private Hospitals: বাংলার স্বাস্থ্যক্ষেত্রে ঐতিহাসিক সিদ্ধান্ত! এই 'ফি'-এর টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল
আরও পড়ুন- Taruner Swapna Scheme 2024: সরকার পাঠালেও ট্যাবের টাকা পাননি ছাত্রছাত্রীরা, মাঝপথে টাকা তুলে নিল কে জানেন?
অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী লিখেছিলেন কুণাল?
গতকাল রাতে তিনি লিখেছিলেন, "রাত পোহালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক। আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।"
আরও পড়ুন- Offbeat Destination: বেড়ানোর সংজ্ঞাটাই বদলে দেবে অপরূপ এই তল্লাট! কলকাতার কাছেই অফবিট এই ডেস্টিনেশন