RG Kar Case Hearing: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar Case) রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। আরজি কর মামলা সংক্রান্ত যাবতীয় তদন্ত রিপোর্ট জমা পড়েছে শীর্ষ আদালতে। CBI-কে আরজি কর মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী চার সপ্তাহের মধ্যে মামলার সপ্তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বহু প্রতীক্ষিত আরজি কর মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার রাজ্যের তরফে শুনানিতে হাজির ছিলেন আইনজীবী কপিল সিব্বল। দ্রুত এই মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার আগে জানিয়েছেন সিব্বল। শীর্ষ আদালতে এদিন সাওয়াল করেছেন অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের চিকিৎসকদের আইনজীবী। মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর সেই প্রশ্নের উত্তরে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, "নতুন করে তদন্ত নির্দেশ দেওয়ার সমস্ত রকম ক্ষমতা রয়েছে নিম্ন আদালতের।"
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জাতীয় টাস্ক ফোর্স নিয়ে নিজেদের রিপোর্ট পেশ করেছিল কেন্দ্রীয় সরকারও। কর্মক্ষেত্রে যৌন হিংসা ও শারীরিক হিংসা বন্ধের প্রস্তাব পেশ করা হয়েছে রিপোর্টে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যাতে সেই প্রস্তাব গ্রহণ করা হয় তার সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে রিপোর্টের কপি পাঠাতে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
আরও পড়ুন- Private Hospitals: ঐতিহাসিক সিদ্ধান্ত! এই 'ফি' বাবদ বারবার টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল
কেন্দ্রের সুপারিশ সম্পর্কে রাজ্যের সচিবরাও নিজেদের মতামত জানানোর সুযোগ পাবেন বলে জানান প্রধান বিচারপতি। আগামী ১০ই নভেম্বর কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। স্বাভাবিকভাবেই আরজি কর মামলার পরবর্তী শুনানি তাঁর নেতৃত্বাধীন বেঞ্চে হবে না। এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে।