Advertisment

Naihati: ফেরিঘাট 'বড়মা'র নামে, নৈহাটির আইনশৃঙ্খলা রক্ষায় বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Naihati: মঙ্গলবার নৈহাটির বড়মা মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বড়মার মন্দিরে পুজোও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Chief Minister Mamata Banerjee at the Boroma temple in Naihati, মমতা বন্দ্যোপাধ্যায়, নৈহাটি, বড়মা মন্দির

বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Naihati-Mamata Banerjee: রাজ্যের ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বিপুল সাফল্যের পর নৈহাটির বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মার মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নৈহাটিবাসীর সুবিধার্থে একাধিক ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বড়মার মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন। ব্যারাকপুরের সংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, সদ্য বিজয়ী নৈহাটির বিধায়ক সনৎ দে-সহ এলাকার জনপ্রতিনিধিরা।

Advertisment

মঙ্গলবার বড়মার মন্দিরে ঢুকে বেশ খানিকক্ষণ মন্দির কমিটির লোকজনের সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সদ্য সমাপ্ত উপনির্বাচনে তাঁর দলকে সমর্থনের জন্য নৈহাটির মানুষকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তৃণমূলনেত্রী। এরপরেই নৈহাটি ফেরিঘাটের নাম 'বড়মা' রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

 শুধু তাই নয়, নৈহাটি এবং ভাটপাড়ার হাসপাতালে ওপিডি চালু করার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি তাঁর কথায় এদিন উঠে এসেছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরপর ভাটপাড়া, জগদ্দল ব্যারাকপুরের গন্ডগোলের প্রসঙ্গ। ব্যারাকপুর, নৈহাটি, জগদ্দল, ভাটপাড়া এলাকার শান্তি-শৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে পুলিশি তৎপরতার প্রসঙ্গও টেনেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Eastern Railway: আরও কমবে যাতায়াতের সময়, সফরও দুরন্ত আরামের! নিত্যযাত্রীদের স্বার্থে অভূতপূর্ব বন্দোবস্ত রেলের

আরও পড়ুন- Operation Sewa: সাক্ষাৎ ঈশ্বরের ভূমিকায় রেল! অকল্পনীয় তৎপরতায় যন্ত্রণাক্লিষ্ট অশীতিপর বৃদ্ধ পেলেন নয়া জীবন

মুখ্যমন্ত্রী এদিন কী বললেন? 

"৫ বছর আগে বিরাট একটা সন্ত্রাস হয়েছিল। নৈহাটির মানুষের উপর খুব অত্যাচার হয়েছিল। অনেকে ঘরছাড়া ছিলেন। আমি নৈহাটিতে এসে একটা মিটিং করেছিলাম। রাতারাতি সব দখল হয়ে গেছিল, সব রং করা হয়ে গিয়েছিল। ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না। আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু একটা পড়ে আছে। আমি একজনকে বললাম একটু রং কিনে আন। আমি বেশ কয়েকটা পার্টি অফিস রং করে দিয়েছিলাম। আমি ঘণ্টা দুয়েক বসেছিলাম। যাতে নৈহাটির মানুষ সাহস পায়। আমার উদ্দেশ্য পার্টি অফিসটা রং করা ছিল না। আমার উদ্দেশ্য ছিল, আপনাদের সামনে এসে বসলাম, আপনারা যাতে সাহস পান।"

আরও পড়ুন- West Bengal News Live: 'থ্রেট কালচার', কল্যাণী মেডিক্যালের ৪১ ডাক্তারি পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের

CM Mamata banerjee Naihati Boro Maa Naihati Naihati Boroma
Advertisment