Advertisment

Eastern Railway: আরও কমবে যাতায়াতের সময়, সফরও দুরন্ত আরামের! নিত্যযাত্রীদের স্বার্থে অভূতপূর্ব বন্দোবস্ত রেলের

Indian Railway: নিত্যযাত্রীদের স্বার্থে ফের দারুণ একটি বন্দোবস্ত রেলের। বিশেষ করে রোজ যারা ট্রেনে চেপে অফিস-কাছারি কিংবা স্কুল-কলেজ বা ব্যবসা-সহ অন্যান্য কাজে বেরোন তাঁদের জন্য এটা দারুণ খবর।

author-image
Nilotpal Sil
New Update
Local trains are one of the main reliance of suburban commuters to travel to Kolkata, লোকাল ট্রেন, রেল

Eastern Railway: প্রতীকী ছবি।

Additional reserved coaches in medium distance express trains for commuters: নিত্যযাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার খবর! রিজার্ভড কোচ সংযোজনের মাধ্যমে এবার রেলপথে যাতায়াত আরও আরামদায়ক এবং সুবিধাজনক হয়ে উঠবে। যা নিশ্চয়ই অনেকের জন্য আশীর্বাদস্বরূপ। পূর্ব রেলওয়ের এই উদ্যোগ আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

Advertisment

নিত্যযাত্রীরা বিশেষত যারা অফিস - আদালত - স্কুল - কলেজ বা ব্যবসার কাজে রোজই একটু দূরে বিশেষত কলকাতা বা সংলগ্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন তাদের দীর্ঘদিনের চাহিদা পূরণে ইন্টারসিটি ধরণের মাঝারি দূরত্বের এক্সপ্রেস ট্রেনগুলিতে অতিরিক্ত রিজার্ভড (সংরক্ষিত ) কোচ জুড়তে চলেছে পূর্বরেল। এই রিজার্ভড কোচ সংযুক্তির ফলে তাদের যাতায়াত আরও সুগম হয়ে উঠবে যা আর্থসামাজিক উন্নয়নেরও  সহায়ক।  

যাত্রীদের জন্য অভূতপূর্ব এই উদ্যোগের কথা রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে রেল। যাত্রী স্বার্থে এর আগেও নানা সময়ে নানা ধরনের পদক্ষেপ করতে দেখা গিয়েছে পূর্বরেলকে। যে কোনও উৎসবের সময় রেলপথে যাত্রীদের বিপুল ভিড় হয়। সেই ভিড় সামাল দিতে প্রায়শই অতিরিক্ত ট্রেন চালানো-সহ কামরা বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা যায় রেলকে। এবার নিত্যাযাত্রীদের সুবিধার্থে রেলের এই উদ্যোগও যথেষ্ট প্রশংসা কুড়োবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

আরও পড়ুন- Operation Sewa: সাক্ষাৎ ঈশ্বরের ভূমিকায় রেল! অকল্পনীয় তৎপরতায় যন্ত্রণাক্লিষ্ট অশীতিপর বৃদ্ধ পেলেন নয়া জীবন

আরও পড়ুন- Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য, খুন বলে দাবি পরিবারের

নিম্নে সংক্ষেপে রিজার্ভড কোচ সংযোজনের কিছু তথ্য দেওয়া হল:

শান্তিনিকেতন এক্সপ্রেস: হাওড়া-বোলপুর-হাওড়া রুটে।

কোলফিল্ড এক্সপ্রেস: হাওড়া-ধানবাদ-হাওড়া রুটে।

অগ্নিবীণা এক্সপ্রেস: হাওড়া-আসানসোল-হাওড়া রুটে।

ইন্টারসিটি এক্সপ্রেস: হাওড়া-মালদা-হাওড়া রুটে।

আরও পড়ুন- Malda News: আবেদনেও নাম নেই আবাস তালিকায়, ইট বয়ে-মাটি কেটে দিন গুজরান তৃণমূলের প্রাক্তন প্রধানের

বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন: হাওড়া-রামপুরহাট-হাওড়া রুটে।

ময়ূরাক্ষী এক্সপ্রেস: হাওড়া-দেওঘর-হাওড়া রুটে সাধারণ দ্বিতীয় শ্রেণীর রিজার্ভড কোচ।

হুল এক্সপ্রেস: হাওড়া-সিউড়ি-হাওড়া রুটে এসি ৩ টায়ার কোচ সংযোজন।

Passenger indian railway Eastern Railway Passenger Train
Advertisment