China On pahalgham Attack: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (TRF)-কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করেছে আমেরিকা। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে শুক্রবার চিন জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করা জরুরি।
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, “চিন সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদ মোকাবিলায় সকল দেশকে একযোগে কাজ করতে হবে।”
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন বিদেশ দপ্তর TRF-কে বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, “এই পদক্ষেপ পহেলগাঁও হামলায় দোষীদের বিচারে প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকারের প্রতিফলন।”
২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারান। TRF হামলার দায় স্বীকার করলেও, ভারত-পাক উত্তেজনা বাড়লে পরবর্তীতে তারা সেই বিবৃতি প্রত্যাহার করে নেয়। হামলার প্রত্যুত্তরে ভারত ৬-৭ মে রাতে ‘অপারেশন সিন্দুর’ চালায়। এই অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত।