Donald Trump On India Pakistan: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলাকালীন পাঁচটি ফাইটার জেট বিমান গুলি করে নামানো হয়েছিল— এমন 'বিস্ফোরক' দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান সিনেটরদের জন্য আয়োজিত এক নৈশভোজে তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এমন এক চরম পর্যায়ে পৌঁছেছিল, যেখানে ৪ থেকে ৫টি বিমান আকাশেই গুলি করে নামানো হয়েছিল। আমার মনে হয়, মোট ৫টি জেট ভূপাতিত হয়েছিল।”তবে তিনি স্পষ্ট করেননি যে, এই বিমানগুলি ভারতের না পাকিস্তানের, নাকি দু’দেশ মিলিয়ে। ট্রাম্প দাবি করেছেন, এই সংঘর্ষে তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যুদ্ধ এড়ানো সম্ভব হয়।
ভারতের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের সেনা আধিকারিকদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই পরিস্থিতি শান্ত হয়েছিল, কোনও বিদেশি মধ্যস্থতা ছাড়াই। ফলে ট্রাম্পের দাবি, যে তার হস্তক্ষেপেই যুদ্ধ থেমেছিল, সেটি কার্যত খণ্ডন করেছে নয়াদিল্লি।
ট্রাম্প বলেন, “এটা ভয়াবহ পরিস্থিতি ছিল। দুটি পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরের বিরুদ্ধে হামলা চালাচ্ছিল। আমরা তখন বলেছিলাম, ‘আপনারা যদি যুদ্ধ চালিয়ে যান, তাহলে আমরা বাণিজ্যচুক্তি করব না।’ সেই কৌশলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
তিনি দাবি করেন, তাঁর প্রশাসন মাত্র ছয় মাসে এমন সব কাজ করেছে, যা অন্য কোনও প্রশাসন আট বছরে করতে পারেনি। “আমি গর্বিত, কারণ আমরা বহু যুদ্ধ থামাতে পেরেছি। এমন কিছু যুদ্ধ যেগুলি অত্যন্ত বিপজ্জনক ছিল,”।
ভারতের তরফে জানানো হয়েছে, ৭ মে ‘অপারেশন সিন্দুর’ চালানো হয় পাক অধিকৃত কাশ্মীরে, যেখানে লস্কর-ই-তৈইবার (LET) একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়। এই হামলার প্রতিক্রিয়ায় ৪ দিন ধরে সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষ চলে, যা শেষ হয় ১০ মে! দু'দেশের মধ্যে সেনা পর্যায়ের আলোচনায়।
১৭ জুলাই (বৃহস্পতিবার), মার্কিন সরকার ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-কে Foreign Terrorist Organization (FTO) এবং Specially Designated Global Terrorist (SDGT) হিসেবে ঘোষণা করেছে। এই ঘোষণার পর ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, “TRF আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি এবং এই সংগঠনকে নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি ছিল।”