SSB Arrested Chinese Citizens: ভারত-নেপাল সীমান্তে লুকিয়ে ভিডিওগ্রাফি, দুরন্ত তৎপরতায় এসএসবি-র হাতে গ্রেফতার দুই চিনা নাগরিক। বিরাট প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা।
ভারত-নেপাল সীমান্তে ভিডিও করার অভিযোগে বিহারের মধুবনী জেলা থেকে দুজন চিনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যে দুজন চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে তাদের কারোর কাছে ছিল না কোন বৈধ নথি।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "বুধবার ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় ভিডিওগ্রাফির করার অভিযোগে সশস্ত্র সীমা বল (এসএসবি) কর্মীরা দুই চিনা নাগরিককে আটক করে। এরপর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলিকে এ বিষয়ে অবহিত করা হয়। পরে তাদের দুজনকেই স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মধুবনীর এসপি যোগেন্দ্র কুমার বলেন, বুধবার সন্ধ্যায় ইন্দো নেপাল সীমান্তের হরলাখি থানা এলাকা থেকে হরলাখি পুলিশ এবং এসএসবি তিনজনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ২ জন চিনা নাগরিক এবং একজন নেপালি নাগরিক। আপাতত তিন ব্যক্তিকে এসএসবি, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা জিজ্ঞাসাবাদ করছে। তাদের সকলের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
'নেপালের এই সীমান্ত খুবই সংবেদনশীল'
পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন,নেপালের এই সীমান্ত খুবই সংবেদনশীল। গত কয়েকদিনে সংঘটিত কার্যকলাপ সম্পর্কে পুলিশ, এসএসবি এবং অন্যান্য সমস্ত নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্ক রয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে মোবাইল ফোন, একটি ওয়্যারলেস মাইক্রোফোন এবং নেপালি মুদ্রা সহ অন্যান্য একাধিক নথি উদ্ধার করা হয়েছে। আরও তদন্ত চলছে।