Chinmoykrishna Das: ফের জামিনের আবেদন খারিজ। জেলেই থাকতে হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoykrishna Das) । বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের খারিজ হয়ে গিয়েছে। তবে আদালতে এদিন চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে ১১ জন আইনজীবী সওয়াল করেছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য আজ লড়তে এসেছিলেন এই মামলা। তাঁরই সঙ্গে ছিলেন আরও ১০ আইনজীবীর টিম। চিন্ময়কৃষ্ণের হয়ে মামলায় সওয়াল করেছিলেন তাঁরা। তবে এদিনও চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদননামঞ্জুর করা হয়েছে।
আপাতত জেলেই থাকতে হচ্ছে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সন্ন্যাসীকে গত ২৫ নভেম্বর গ্রেপ্তার করেছিল মহম্মদ ইউনুসের পুলিশ। তারপর থেকে একটানা জেলবন্দি রয়েছেন তিনি। আজ চট্টগ্রাম আদালতে তার শুনানি হওয়ার কথা ছিল। তবে এবারের শুনানিতেও জামিনের আবেদন নাকচ করেছে আদালত।
এর আগে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়েছিলেন বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। বর্তমানে অসুস্থ হয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়তে চট্টগ্রামের আদালতে পৌঁছে যান সে দেশের সুপ্রিম কোর্টের আর এক আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। সঙ্গে আরও ১০ আইনজীবীর টিম নিয়ে এদিন চট্টগ্রাম আদালতে মামলার সওয়াল করেন অপূর্ব কুমার ভট্টাচার্য। তবে সেই সওয়ালেও শিকে ছিঁড়ল না সন্ন্যাসীর। বাতিল হয়ে গেল চিন্ময়কৃষ্ণের জামিন আবেদন।
আরও পড়ুন- West Bengal News Live: দাপুটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি, রোমহর্ষক শুটআউটে তোলপাড়!
এদিকে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন ফের একবার নাকচ হওয়ায় স্বভাবতই হতাশ কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। প্রত্যেকেই আশা করেছিলেন আজ হয়তো ওর জামিন হয়ে যাবে। ফের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। তবে একটা জিনিস ইতিবাচক যে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে আজ আইনজীবীরা হাজিরা দিতে পেরেছেন আদালতে। শান্তিপূর্ণভাবেই শুনানি হয়েছে। আইনজীবীরা লড়াই করতে পেরেছেন।"