TMC Inner Clash: সাংসদ-বিধায়ক কাদা ছোড়াছুঁড়ি! ২৬-এর ভোটের আগে হুগলিতে চরমে গোষ্ঠীকোন্দল

TMC Inner Clash: ফের প্রকাশ্যে হুগলিতে রচনা-অসিত দ্বন্দ্ব। স্মার্ট ক্লাসের উদ্বোধনে গড়হাজির বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ তিনি নাকি অনুষ্ঠানে আমন্ত্রণই পান নি। আর এই স্মার্ট ক্লাস উদ্বোধনকে কেন্দ্র করে ফের শুরু হয়ে গিয়েছে সাংসদ-বিধায়ক কাদা ছোড়াছুঁড়ি।

TMC Inner Clash: ফের প্রকাশ্যে হুগলিতে রচনা-অসিত দ্বন্দ্ব। স্মার্ট ক্লাসের উদ্বোধনে গড়হাজির বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ তিনি নাকি অনুষ্ঠানে আমন্ত্রণই পান নি। আর এই স্মার্ট ক্লাস উদ্বোধনকে কেন্দ্র করে ফের শুরু হয়ে গিয়েছে সাংসদ-বিধায়ক কাদা ছোড়াছুঁড়ি।

author-image
IE Bangla Web Desk
New Update
chuchura-banimandir-smart-classroom-inauguration

সাংসদ-বিধায়ক কাদা ছোড়াছুঁড়ি।

TMC Inner Clash: ফের প্রকাশ্যে হুগলিতে রচনা-অসিত দ্বন্দ্ব। স্মার্ট ক্লাসের উদ্বোধনে গড়হাজির বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ তিনি নাকি অনুষ্ঠানে আমন্ত্রণই পান নি। আর এই স্মার্ট ক্লাস উদ্বোধনকে কেন্দ্র করে ফের শুরু হয়ে গিয়েছে সাংসদ-বিধায়ক কাদা ছোড়াছুঁড়ি। 

Advertisment

আরও পড়ুন- মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড! দিল্লি বিমানবন্দরে হুলস্থূল, চূড়ান্ত চাঞ্চল্য

তিনিই ম্যানেজিং কমিটির মেম্বার। আর তিনিই নাকি ডাক পেলেন না স্মার্ট ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে। এমনই অভিযোগে সাংসদ রচনা বন্দোপাধ্যায়কে নিশানা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে বিধায়ক জানান, "অনুষ্ঠান সম্পর্কে আমাকে জানানো হয়নি। আমি ম্যানেজিং কমিটির মেম্বার হওয়া সত্ত্বেও কেন ডাক পেলাম না সেটা যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তারাই বলতে পারবেন। ওই স্কুলে আমার এমএলএ ফাণ্ডের টাকাও রয়েছে"। পাশাপাশি গোটা ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে কটাক্ষ ছুঁড়তেও ছাড়েননি অসিত। 

Advertisment

আরও পড়ুন- দাপুটে তৃণমূল কাউন্সিলারের নাম 'দাগি' তালিকায়, সামনে আসতেই হুলস্থূল!

জুলাইয়ের শেষে অসিতের বিরুদ্ধে 'গাজোয়ারি'র অভিযোগ আনেন স্কুলের  প্রধান শিক্ষিকা। ঘটনার পর বিধায়কের বিরুদ্ধে সুর চড়ান রচনা। বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য হওয়া সত্ত্বেও বিধায়ককে  না জানিয়ে ক্লাসরুম তৈরির বিষয় নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিধায়ক,সাংসদের কাছে এই নিয়ে অভিযোগ জানান স্কুলের প্রধান শিক্ষিকা। এরপরই রচনা বন্দ্যোপাধ্যায় বিধায়কের বিরুদ্ধে তোপ সুর চড়িয়ে বলেন, " আমার সাংসদ তহবিলের টাকায় স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে। কারও হিম্মত থাকলে আটকে দেখাক।” 

আরও পড়ুন-কী সাংঘাতিক কাণ্ড! দাগি তালিকায় নাম দাপুটে TMC বিধায়কের পুত্রবধূর, প্রবল অস্বস্তিতে শাসক শিবির

এদিন স্মার্ট ক্লাসের উদ্বোধনের পর অসিতকে নিশানা করে রচনা বলেন, "বিধায়কের যদি সকলকে মিলেমিশে নিয়ে চলার মানসিকতা আগেই থাকতো, তাহলে ভালো হতো। সকলকে মিলেমিশে থাকার মনোভাব তিনি এখন দেখাচ্ছেন। আগামী দিনেও যদি এভাবে চলেন, আমি খুব খুশি হব। কাউকে কখনও ছোট করে বা বিদ্রুপ করে কথা বলা উচিত নয়, বিশেষ করে মহিলাদের প্রতি। স্কুল হল শিক্ষার জায়গা, যেখানে সম্মানীয় শিক্ষক-শিক্ষিকারা আছেন। সেখানে জুলুমবাজি করা ঠিক নয়। আমি চাই এলাকায় সবাই মিলেমিশে চলুক।”

Hooghly Rachana Banerjee tmc