Kolkata hotel fire Highlights: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের পরেই 'বিষাক্ত ধোঁয়া', দমবন্ধ হয়ে মৃত ১৩, তদন্তে SIT

Burrabazar fire Highlights: মৃত্যুকূপ মেছুয়া ফলপট্টির ঋতুরাজ হোটেল। দমবন্ধ হয়ে মৃত্যু ১৩ জনের। হোটেলের কার্নিশ থেকে নিচে পড়ে মৃত্যু একজনের। ধোঁয়ায় কার্যত গ্যাস চেম্বারের চেহারা নিয়ে ছিল গোটা হোটেল।

Burrabazar fire Highlights: মৃত্যুকূপ মেছুয়া ফলপট্টির ঋতুরাজ হোটেল। দমবন্ধ হয়ে মৃত্যু ১৩ জনের। হোটেলের কার্নিশ থেকে নিচে পড়ে মৃত্যু একজনের। ধোঁয়ায় কার্যত গ্যাস চেম্বারের চেহারা নিয়ে ছিল গোটা হোটেল।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Burrabazar fire live updates  ,Mechhua Fruit Market fire live  ,Rituraj Hotel fire incident live  ,Kolkata hotel fire live blog,  14 dead in Burrabazar fire,বড়বাজারের মেছুয়া ফলপট্টির ঋতুরাজ হোটেলে আগুন,বড়বাজারে হোটেলে আগুন

Kolkata hotel Fire Highlights: আগুন লাগার ঠিক পরের সেই মুহূর্তের ছবি।

Rituraj Hotel fire Highlights: গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির ঋতুরাজ হোটেলে আগুন লেগে গিয়েছিল। অগ্নিকাণ্ডের পরপরই পর্যায়ক্রমে সেখানে যায় দমকলের ১০টি ইঞ্জিন। তবে তাতেও শেষ রক্ষা হল না। ল্যাডার থেকে জল ছড়িয়ে, গ্রিল কেটে ভেতরে ঢুকে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো গেলেও রোখা যায়নি মৃত্যু মিছিল। সাড়ে ১২টা নাগাদ যখন আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোটা হোটেল গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। কার্যত দমবন্ধ হয়ে পরপর মৃত্যু হয়েছে আবাসিকদের। রাত সাড়ে ১২টা থেকে ভোররাত পর্যন্ত ওই হোটেলের সিঁড়ি, ঘর, ব্যালকনি থেকে পরপর ১৩ জনের নিথর মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলকর্মীরা।

Advertisment

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ছাড়াও ঘটনাস্থলে যান রাজ্যের আর এক মন্ত্রী শশী পাঁজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিঘায়। তিনি ফোনে প্রতি মুহূর্তে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম, শশী পাঁজাদের। মেয়র ফিরহাদ হাকিম গতকালই জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল দমকল ও পুলিশ তার খতিয়ে দেখবে। FIR করে ঘটনার তদন্ত হবে।

  • Apr 30, 2025 12:42 IST

    Kolkata News Live Update:নিউটাউনে স্কুটি চুরি, ধৃত ১

    নিউটাউন শহরের বুকে স্কুটি চুরির ঘটনা। সিসিটিভি ক্যামেরা দেখে পাকড়াও অভিযুক্ত। ধৃত রাহুল মিশ্র কাঁকুড়গাছি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ২৫ তারিখ হাওড়ার বাসিন্দা স্বয়্যাম সাউ টেকনো সিটি থানায় একটি লিখিত অভিযোগ জানান, ২৫ তারিখ নিউটাউনে একটি বেসরকারি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে তিনি স্কুটি নিয়ে গিয়েছিলেন। তবে স্কুটি ওই অফিসের বাইরে রেখে চাবি গাড়ির মধ্যে ভুলে রেখে অফিসে ঢুকেছিলেন। পরে অফিস থেকে বেরিয়ে তাঁর স্কুটির খোঁজ মেলেনি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত হয় অভিযুক্ত যুবক। তাকে কাঁকুড়গাছি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া স্কুটি।ধৃতের নাম রাহুল মিশ্র, জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃত রাহুল নিজেও চাকরির পরীক্ষা দিতে এসেছিল। স্কুটিতে চাবি লাগানো অবস্থায় দেখতে পেয়ে সে নিয়ে চলে যায় স্কুটিটি। 



  • Apr 30, 2025 12:41 IST

    Kolkata News Live Update:জাল পাসপোর্ট কাণ্ডে ধৃতের কাছে 'পাকিস্তানি নথি'

    জাল পাসপোর্ট কাণ্ডে ধৃত আজাদ মল্লিকের কাছ থেকে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স-সহ বেশ কিছু নথি উদ্ধার। ধৃতের পাকিস্তান-যোগ আরও গাঢ়। গুরুতর বিষয়টি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠক হয়েছে সল্টলেকের CGO কমপ্লেক্সে ইডি দফতরে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন NIA-এর ডিজি সহ ১২ জন অফিসার ও ইডি-র স্পেশাল ডিরেক্টর, জোন ডিরেক্টর। বৈঠকে ছিলেন এই কেসের IO। প্রায় ৬ ঘণ্টা ধরে বৈঠক হয়েছিল।



  • Advertisment
  • Apr 30, 2025 12:37 IST

    Kolkata hotel fire live Updates:'মৃত্যুপুরী' বড়বাজার, 'বিরাট সিদ্ধান্ত' মমতার!

    অক্ষয় তৃতীয়ার আগে রাতে 'মৃত্যুপুরী' কলকাতার বড়বাজার। মেছুয়া ফলপটট্টির কাছে হোটেল ঋতুরাজে আগুন লেগে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটজনের দেহ শনাক্ত করা গিয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত দুই শিশু এক মহিলা সহ মোট ১৪ জন। অক্ষয় তৃতীয়ার আগের রাতে কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির কাছে হোটেল ঋতুরাজে বীভৎস অগ্নিকাণ্ড ঘটে যায়। ধোঁয়ায় কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল সেই হোটেল। হোটেল ঋতুরাজের ৪২ টি ঘরে সেই সময় ৮৮ জন আবাসিক ছিলেন বলে জানা গিয়েছে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে সবাই হোটেলের ছাদে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। কেউ কেউ ছাদে পৌঁছেও গিয়েছিলেন, তবে অনেকেই তা পারেননি। দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ছাদ থেকে অনেককে নামিয়ে এনেছেন।

    বিস্তারিত পড়ুন- Deadly fire in Kolkata:অক্ষয় তৃতীয়ার আগে রাতে 'মৃত্যুপুরী' কলকাতার বড়বাজার, শোকাহত মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণ ঘোষণা



  • Apr 30, 2025 10:56 IST

    Kolkata News Live Update: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

    রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের শিখরপুর আরবেলিয়ার বিজেপি কর্মী অলোক মন্ডলের বিরুদ্ধে এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ দায়ের হল রাজারহাট থানায়। গত ২৮ তারিখ নাবালিকাকে  বাড়িতে একা পেয়ে মদ্যপ অবস্থায় নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে নাবালিকার পরিবারের অভিযোগ।রাজারহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিজেপির কর্মী অলোক মন্ডলকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ বছর জেল খাটা আসামী অলোক মন্ডল। তার স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। সেই মামলায় ১০ বছর জেল হয়েছিল বিজেপি কর্মী অলোক মন্ডলের। তার বিরুদ্ধে এবার পকসো আইনে মামলা রুজু করেছে রাজারহাট থানার পুলিশ।
     



  • Apr 30, 2025 10:21 IST

    Kolkata hotel fire live Updates:বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    অক্ষয় তৃতীয়ার আগের রাতেই কলকাতার বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।বড়বাজারের মেছুয়া ফলপট্টির কাছে ঋতুরাজ হোটেলের বীভৎস অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি লিখেছেন, "কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।"

    বিস্তারিত পড়ুন- Deadly fire in Kolkata: কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, শোকবার্তা প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা



  • Apr 30, 2025 09:28 IST

    Kolkata hotel fire live Updates:গভীর রাত পর্যন্ত ছিলেন ফিরহাদ-শশীরা

    গতকাল মেছুয়া ফলপট্টির কাছে হোটেলে অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মন্ত্রী শশী পাঁজাও ছিলেন। এঁরা ছাড়াও ঘটনাস্থলে ছিলেন কলকাতার নগরপাল মনো বার্মা। ঘণ্টার পর ঘণ্টা সেখানে থেকে উদ্ধারকাজের তদারকি করতে দেখা গিয়েছে তাঁদের। ভোর তিনটে পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন তাঁরা।



  • Apr 30, 2025 09:24 IST

    Kolkata hotel fire live Updates:সিট গঠন

    বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। ঘটনাস্থলে আজ ফরেনসিক দলের সদস্যদের যাওয়ার কথা রয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কীভাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটল তা খতিয়ে দেখতে আজ পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থলে যাবেন।



  • Apr 30, 2025 09:24 IST

    Kolkata hotel fire live Updates:গ্যাসচেম্বারে পরিণত হোটেল

    বড়বাজারের ঋতুরাজ হোটেলে আগুন লাগার পরেই গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। প্রথমে হোটেলের ভিতরে ঢুকতেই পারছিলেন না দমকলের কর্মীরা। পরে মই দিয়ে চার ও পাঁচতলার ঘরের জানলা ভেঙে ভেতরে ঢোকেন তাঁরা। প্রবল ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণেই হোটেলে থাকা ১৩ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।



  • Apr 30, 2025 07:19 IST

    Kolkata hotel fire live Updates:আজ যাবে ফরেনসিক দল

    বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। মর্মান্তিক এই ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য। আজ ঘটনাস্থলে যাবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন তারা।



  • Apr 30, 2025 07:19 IST

    Kolkata hotel fire live Updates:হোটেল মালিক পলাতক

    গতকাল কলকাতার বড়বাজারের ঋতুরাজ হোটেল আচমকা আগুন লেগে যায়। গতরাতেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা  বড়বাজারের ওই এলাকায় গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, হোটেল মালিক পলাতক। তার খোঁজ শুরু হয়েছে। গোটা ঘটনার যথোপযুক্ত তদন্তের কথা তিনি জানিয়েছেন।



Bengali News Today Death fire kolkata