Cleaner arrested for molesting a girl student admitted to Diamond Harbour Hospital: এবার সরকারি হাসপাতালের CCU-তে ভর্তি থাকা নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সাফাইকর্মীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে রোগী সুরক্ষা। লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাইকর্মী বিনোদ পণ্ডিতকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন নবম শ্রেণী এক স্কুল ছাত্রী। গত শনিবার শারীরিক অসুস্থতাজনিত কারণে তাঁকে ডায়মন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই রাতেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে CCU বা ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
গত শনিবার রাত থেকেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ-তে চিকিৎসাধীন ওই স্কুল ছাত্রী। সেই CCU-এর ভিতরে ঢুকে নবম শ্রেণীর ওই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ হাসপাতালেরই সাফাইকর্মী বিনোদ পণ্ডিতের বিরুদ্ধে। পরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানিয়েছেন ওই ছাত্রী। দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডায়মন্ড হারবার থানায় ওই সাফাইকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় নির্যাতিতা ছাত্রীর পরিবার।
আরও পড়ুন- West Bengal News Live: বদলাচ্ছে নিয়ম, এবার থেকে দশম শ্রেণিতে পাশ না করলেও চিন্তার দিন শেষ
অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তদন্ত নেমে ডায়মন্ড হারবারের রায়নগরের বাসিন্দা বিনোদ পণ্ডিত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বিনোদ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে ঠিকার ভিত্তিতে সাফাইয়ের কাজ করতেন। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন- Kolkata Weather Today: আজ শিবরাত্রি, সকাল থেকে মনোরম আবহাওয়া, বেলা গড়ালেই তুমুল বৃষ্টি?