IMD Weather Update Today February 26:মাঝে কয়েকদিন ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলাতে শুরু করবে। আজ থেকেই পারদ চড়তে শুরু করবে। বাড়বে গরমের অনুভূতি। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই গরমের অনুভূতি বাড়তে শুরু করবে। তবে বৃষ্টি নিয়ে কী জানাল আবহাওয়া দফতর? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
মাঝে কয়েকদিন ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খানিকটা কমেছিল। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই গরমের অনুভূতি আরও বাড়বে। জেলায়-জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
বুধবার শিবরাত্রির (Maha Shivratri) দিন সকাল থেকে শহর কলকাতায় মনোরম আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই শহর কলকাতাতেও তাপমাত্রা চড়বে। বাড়বে গরমের অনুভূতি। আপাতত দিন কয়েক তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Panagarh Accident Case: কে এই বাবলু যাদব? পানাগড় কাণ্ডে গাড়ির স্টিয়ারিংয়ে ছিল এই 'প্রভাবশালী' যুবক
উত্তরবঙ্গের আবহাওয়া খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি ভিন্ন। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের বেশ কিছু উঁচু এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট।
আরও পড়ুন- Mamata on Maha Kumbh: 'যোগী স্যর আমাকে যত গালিগালাজ করুন...!' 'মৃত্যুকুম্ভ' নিয়ে পাল্টা কী জবাব মমতার?