/indian-express-bangla/media/media_files/2025/02/24/USc1i1IAe7YTeIMjgxI4.jpg)
Mamata Banerjee: সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Mamata Banerjee: সরকারি চাকরি করা চিকিৎসকদের একাংশ হাসপাতালের চেয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখাতেই বেশি সময় দেন, বহু ক্ষেত্রে এমন অভিযোগ ওঠে। সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে সেই বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর।
চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে 'নো অবজেকশন' সার্টিফিকেট নিতে হয়। সম্প্রতি স্বাস্থ্য ভবন এ বিষয়ে যে শর্তাবলী জারি করেছে তাতে বলা হয়েছে, যে হাসপাতালের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন সরকারি চিকিৎসকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে সেই দূরত্ব খানিকটা বাড়িয়েছেন। সরকারি হাসপাতালের ৩০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয়েছে চিকিৎসকদের। তবে ডিউটির ৮ ঘন্টা সরকারি হাসপাতালের বাইরে যাওয়া যাবে না, এই কথা আরও একবার চিকিৎসকদের স্মরণ করালেন মুখ্যমন্ত্রী।
সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক মঞ্চ থেকেই সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রতি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, "সিনিয়রদের অনুরোধ করব জুনিয়রদের হাতে সব দায়িত্ব ছেড়ে দিয়ে যাবেন না। ৮ ঘন্টা আপনারা পরিষেবা দিন। তারপর প্র্যাকটিস করুন। কোনও আপত্তি নেই। সরকারি পরিষেবা দেওয়ার সময় কোথাও যাবেন না প্লিজ।"
আরও পড়ুন- West Bengal News Live:বাংলাদেশের বিমান ঘাঁটিতে ভয়ঙ্কর হামলা, নাগাড়ে গুলিবর্ষণ, মৃত্যু
এদিনের এই বৈঠক থেকেই রাজ্যের সরকার হাসপাতালের চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের ইন্টার্ন, হাউস স্টাফদের বেতন ১০ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি সিনিয়র রেসিডেন্টদের বেতন বাড়ছে ১৫০০০ টাকা।