CM Mamata Banerjee announced to increase the salary of doctors: চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্টার্ন, হাউস স্টাফদের বেতন ১০ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এক লপ্তে সিনিয়র রেসিডেন্টদের বেতন বাড়ছে ১৫,০০০ টাকা।
সোমবার কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের নিয়ে সভার আয়োজন করা হয় রাজ্য়ের তরফে। সেই সভা মঞ্চ থেকেই রাজ্যের চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, চিকিৎসকদের সভায় আরও একবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চিকিৎসকদের সভায় আরও কী কী বললেন মুখ্যমন্ত্রী? রইল একনজরে...
* চিকিৎসকদের রাজনৈতিক রং নেই।
*বাম সরকারের আমলে চিকিৎসা ব্যবস্থাকে অবহেলা করা হতো।
*হাজারটা ভালো কাজ করি, কেউ বলবে না। একটা খারাপ কাজ হলে অনেক কথা বলা হয়।
*চিকিৎসকরা মানবতার মুখ। একটু মানবিক হলে অনেক উপকার হয়।
*জেলা হাসপাতালগুলিকে বলব হঠাৎ করে রেফার করবেন না। কারণ কলকাতায় সামলানো অসুবিধা হয়ে যায়। কলকাতায় রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।
*কিছু দুষ্টু লোক আছে, যারা কাজের কাজ করে না। তারা অকাজ করে।
*মামলার জেরে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ আটকে আছে।
আরও পড়ুন- Accident: মাঝরাতে ফলো করে 'মদ্যপ' যুবকদের বেপরোয়া ধাওয়া, গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু তরুণীর
*মহিলা চিকিৎসকদের জন্য পাঁচটি হোস্টেল তৈরি হচ্ছে। ভাইদের বলছি বোনদের রক্ষা করুন।
*প্রত্যেকটা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁদের কালচারাল অ্যাক্টিভিটি ও স্পোর্টসের জন্য ২ কোটি টাকা বরাদ্দ।
আরও পড়ুন- West Bengal News Live:সপ্তাহের শুরুতেই কলকাতায় মর্মান্তিক কাণ্ড! জোড়া দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার
মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
"মেদিনীপুরের ঘটনায় নিশ্চয়ই গাফিলতি ছিল। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল। পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের উপর ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সাসপেনশন তুলে নিচ্ছি।"