Young woman dies in accident after her car chased by youth in Panagarh: আবারও রাজ্যে বড়সড় প্রশ্নের মুখে নারী সুরক্ষা। এবার জাতীয় সড়কে তরুণীর গাড়ি লক্ষ্য করে ধাওয়া মদ্যপ যুবকদের। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তরুণীদের গাড়িটি। গুরুতর জখম হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হুগলির চন্দননগরের বাসিন্দা ওই তরুণীর।
ঠিক কী ঘটেছিল?
চন্দননগরের বাসিন্দা সুচন্দ্রা চট্টোপাধ্যায়। পেশায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী সুচন্দ্রা। রবিবার মাঝ রাতে তাঁর সহকর্মীদের নিয়ে একটি গাড়ি করে চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দেন সুচন্দ্রা। সুচন্দ্রাদের গাড়ি চালকের দাবি, পূর্ব বর্ধমানের বুদবুতে পৌঁছে তেল ভরার জন্য তাঁরা একটি পেট্রোল পাম্পে গিয়েছিলেন। পেট্রোল পাম্প থেকে তেল ভরার পরেই তাঁদের গাড়িকে ধাওয়া করে অন্য একটি গাড়ি।
সেই গাড়িতেই ছিল পাঁচ যুবক। ওই যুবকরা প্রত্যেকে মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। সুচন্দ্রাকে তারা কটুক্তি করতে থাকে, এরপরই সুচন্দ্রাদের গাড়ি ধাওয়া করতে শুরু করে যুবকদের গাড়িটি। কোনওক্রমে গাড়ি নিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাস্তার পাশের দোকানে ধাক্কা মারে সুচন্দ্রাদের গাড়ি।
আরও পড়ুন- West Bengal News Live:সপ্তাহের শুরুতেই কলকাতায় মর্মান্তিক কাণ্ড! জোড়া দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার
মুহূর্তের মধ্যে সেটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় এবার সুচন্দ্রা চট্টোপাধ্যায় নামে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসাকরা। সুচন্দ্রাদের গাড়িতে থাকা প্রত্যেকেই চোট পেয়েছেন।
আরও পড়ুন- Jyotipriya Mallick: জামিনে মুক্তির পরেও নয়া অস্বস্তি জ্যোতিপ্রিয়র, রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির
পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। তবে অভিযুক্তরা এখনও অধরা রয়েছে। জাতীয় সড়কের CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে নারী সুরক্ষা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
আরও পড়ুন- Malda News: ডেকরেটর্স ব্যবসায়ীকে মারধরের চেষ্টা, প্রাণনাশের হুমকি, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর