Mamata on Maha Kumbh: 'যোগী স্যর আমাকে যত গালিগালাজ করুন...!' 'মৃত্যুকুম্ভ' নিয়ে পাল্টা কী জবাব মমতার?

Mamata Banerjee on Maha Kumbh 2025: সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন মমতা। তার জেরে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে সমালোচনার ঝড় বয়ে যায়। শুভেন্দু অধিকারী থেকে যোগী আদিত্যনাথ এমনকী নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Mamata Banerejee-Yogi Adityanath: যোগী আদিত্যনাথের কটাক্ষের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee on Maha Kumbh 2025: মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কটাক্ষের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'দুর্ঘটনা যখন-তখন হতে পারে। তবে তারপর প্ল্যানিং করতে হয়। যোগী স‍্যর আমাকে যত গালিগালাজ করুন, আমার গায়ে ফোস্কা পড়বে না। তবে আমি বলব যাঁদের মৃত্যুর শংসাপত্র দেননি, ময়নাতদন্তের সার্টিফিকেট দেননি তাঁদের দেওয়া উচিত।'

Advertisment

গত মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টে অন্তত ৩০ জন (সরকারি পরিসংখ্যান) পুণ্যার্থীর মৃত্যু হয়। তার পর মহাকুম্ভে যাওয়ার জন্য হুড়োহুড়িতে নয়াদিল্লি রেলস্টেশনে ২০ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। এছাড়াও কুম্ভে যাওয়ার হিড়িকে ভারতীয় রেলের অব্যবস্থা চোখে পড়েছে বার বার। তা নিয়ে সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলেন মমতা। তার জেরে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে সমালোচনার ঝড় বয়ে যায়। শুভেন্দু অধিকারী থেকে যোগী আদিত্যনাথ এমনকী নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে।

এদিন পাল্টা জবাব দিয়েছেন মমতা। তিনি বলেন, 'আমি যদি বিয়েবাড়ির আয়োজন করি তাহলে আমায় অতিরিক্ত খাবার রাখতে হবে। ৪০০ লোককে নিমন্ত্রণ করলে ৫০০ লোকের খাবারের আয়োজন করতে হবে। আর ধর্মের ক্ষেত্রেও তেমনটাই। এটাও তো উৎসব। কতটা ক্যাপাসিটি আছে, কত মানুষ যেতে পারে সবটা ভাবনা-চিন্তার প্ল্যানিংয়ের ব্যাপারে বলেছি। অনেকে এটা নিয়ে  অসত্য কথা বলছেন। আমি কোনও ধর্মকে জীবনে অসম্মান করিনি, করবও না। গঙ্গাসাগর মেলা হলে আমাদের ৫-৬ দিন ঘুম হয় না। তাই গঙ্গাসাগর সেতু তৈরি করছি। রাশের সময় কত লোক হয়  আপনারা জানেন? পুজো কার্নিভ্যাল যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ আমাদের নজর থাকে।'

আরও পড়ুন দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন কবে, নবান্ন থেকে দিনক্ষণ ঘোষণা মমতার

Advertisment

মুখ্যমন্ত্রী ধর্মীয় অনুষ্ঠানকে কীভাবে সামলাতে হয় সেই পাঠ পড়িয়েছেন বিজেপিকে। তিনি বলেছেন, 'গঙ্গাসাগর প্রতিবার হয়। তবে মহাকুম্ভ ১২ বছর পর পর হয়। আবার পুরীর মন্দিরে নিমকাঠের ঠাকুরের অনেক নিয়ম আছে। সম্ভবত ১২ বছর পর পর ঠাকুর পরিবর্তিত হয়। ১৪৪ বছর পর কুম্ভ হচ্ছে এটা ঠিক নয়। অনেক মানুষ মারা গিয়েছেন। আমি কুম্ভস্নান নিয়ে কিছু বলিনি। তবে আমরা জানি, পুণ্যস্নান যেটা হয় সেটা সংক্রান্তিতে হয়। এবং নিয়ম মেনে হয়। তাই ১৪৪ বছর পরে কুম্ভ হবে। আমি একটু অজ্ঞ হব এই ব্যাপারে। বিশিষ্ট মানুষ জানাবেন সঠিক তথ্য। অনেক পরিবার দুর্ঘটনায় মারা গেছেন। ট্রেনে চড়তে গিয়ে মারা গেছেন অনেকে। তাঁরাও যেন ক্ষতিপূরণের আওতায় আসেন।'

আরও পড়ুন 'সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের অপমান তৃণমূলের', মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্যকে ধুয়ে দিলেন যোগী

এদিন দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের দিনক্ষণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভায় পাশ দিঘার জগন্নাথ ধাম ট্রাস্ট। মুখ্যসচিবের নেতৃত্বে এই ট্রাস্টে থাকবেন ২৭ জন। বৃহস্পতিবার ট্রাস্টের বৈঠকে মন্দিরের আরও অন্যান্য বিষয়ে আলোচনা হবে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভদিনে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ ধামের। 

Mamata Banerjee yogi adityanath Maha Kumbh 2025 Maha Kumbh Maha Kumbh Mela 2025