Latest West Bengal News Highlights : তিব্বতে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত বেড়ে হয়েছে ১২৬। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আহত অবস্থায় ১৮৮ জনকে উদ্ধার করা হয়েছে। চিন অধিকৃত এই ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম অংশে মঙ্গলবার সকালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজারের বেশি বাড়িঘর।
এদিকে, গঙ্গাসাগর মেলার পর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগর সফর সেরে কলকাতায় ফিরেছেন মমতা। বুধবার নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে তিনি আলোচনা করবেন বলে সূত্রের খবর। আগামী ৫-৬ ফেব্রুয়ারি এই শিল্প সম্মেলন হবে।
আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুনের মামলায় শিয়ালদহ আদালতে হলফনামা জমা দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। আজ, বুধবার সেই মামলায় শুনানি রয়েছে আদালতে। এই মামলার শুনানির দিকে আজ নজর থাকবে সবার। ট্রায়াল কোর্টে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া চলছে। চলতি মাসে তাঁর সাজা ঘোষণা হতে পারে।
-
Jan 08, 2025 17:20 ISTWest Bengal News Live: তৃণমূল নেতা খুনে ৫০ লক্ষের 'সুপারি'
মালদার তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকার খুনে মূল অভিযুক্ত মালদা শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মা। দু'জনকে গ্রেপ্তার করে মোটামুটি নিশ্চিত পুলিশ। দুলাল সরকার ওরফে বাবলা খুনে ৫০ লক্ষ টাকার 'সুপারি' দেওয়া হয়েছিল বলে উঠে এসেছে পুলিশে তদন্তে।
-
Jan 08, 2025 17:11 ISTWest Bengal News Live: ৫০ লক্ষ টাকায় দুলালকে খুনের সুপারি তৃণমূল নেতার!
তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ‘মূল চক্রী’ তৃণমূলের মালদহ শহরের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ স্বপন শর্মা। ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। বুধবার এমনই জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।
-
Jan 08, 2025 17:08 ISTWest Bengal News Live: HMPV ভাইরাস নিয়ে কী বললেন বিশিষ্ট চিকিৎসক?
আতঙ্কে নয় সতর্ক থাকুন, HMPV ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির পক্ষেই সওয়াল এরাজ্যের চিকিৎসকদেরও। সেই সঙ্গে সরকারকেও একটা 'ট্রায়াল রান' করে নিতে বার্তা বিশিষ্ট চিকিৎসক তথা অ্যসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস সংগঠনের সাধারণ সম্পাদক ডঃ মানস গুমটার।
বিস্তারিত পড়ুন- HMPV virus protection: 'আতঙ্কে নয় সতর্ক থাকুন! ট্রায়াল রান করুক সরকার', HMPV ভাইরাস নিয়ে সওয়াল বিশিষ্ট চিকিৎসকের
-
Jan 08, 2025 17:05 ISTWest Bengal News Live: এক ফোনেই সর্বস্ব খোয়াতে পারেন!
সাইবার অপরাধ (Cyber Crime) নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধিতে অভূতপূর্ব একটি উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের (Jalpaiguri Police District)। জলপাইগুড়ি জেলা পুলিশের ইন্সপেক্টর ডিআইবি এবং মিডিয়া সেল বিরাজ উপপাধ্যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। ফোনে কীভাবে সাইবার অপরাধীরা মানুষকে ভুল বুঝিয়ে তাঁর সর্বস্ব লুঠ করছে, সেই ব্যাপারেই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য শেয়ার করেছেন তিনি।
বিস্তারিত পড়ুন- Cyber Crime: এক ফোনেই সর্বস্ব খোয়াতে পারেন! বিপদ এড়াতে পুলিশের সাবধানবাণী আগে জানুন
-
Jan 08, 2025 17:04 ISTWest Bengal News Live: 'মমতা' নামটি পছন্দ নয় মুখ্যমন্ত্রীর!
অন্য মেজাজে মুখ্যমন্ত্রী। কলকাতার ধনধান্য স্টেডিয়ামে বুধবার ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য মন্ত্রী, দলের সাংসদ-বিধায়কদের অনেকেই ছিলেন এই অনুষ্ঠানে। ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে এদিন বেশ খোজ মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাত্র সমাজকে এগিয়ে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের ছোটবেলার বেশ কয়েকটি ঘটনার কথা এদিন অকপটে জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলির কথা মনে করিয়ে আবারও তিনি নিশানা করেছেন সিপিএমকে।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'মমতা' নামটি পছন্দ নয় মুখ্যমন্ত্রীর! জন্মদিন নিয়েও বিরাট 'রহস্য' ফাঁস করলেন
-
Jan 08, 2025 17:03 ISTWest Bengal News Live: ভুয়ো আধার কার্ড তৈরি, পুলিশের জালে ১
পাসপোর্ট জালিয়াতি (Passport Scam) কাণ্ডে রাজ্যে একের পর এক গ্রেপ্তারির মাঝেই এবার ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তারি। এক্ষেত্রেও পাসপোর্ট জালিয়াতি চক্রের যোগ রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। উত্তর ২৪ পরগনার বারাসত থেকে গ্রেপ্তার এক ব্যবসায়ী সমীর দাস। ধৃতের দুই ছেলের একজন পুলিশ ও অন্যজন চিকিৎসক। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই আচমকা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ।
বিস্তারিত পড়ুন- Barasat News: ভুয়ো আধার কার্ড বানিয়ে বাংলাদেশিদের পাসপোর্ট পেতে সাহায্য, পুলিশের জালে ১
-
Jan 08, 2025 16:35 ISTWest Bengal News Live: মেখলিগঞ্জে BSF-এর হাতে আটক বাংলাদেশের ৬ নাগরিক
কোচবিহারের মেখলিগঞ্জে BSF-এর হাতে আটক বাংলাদেশের ৬ জন নাগরিক। এক ভারতীয় দালাল-সহ ৭ জনকে গ্রেফতার করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।
-
Jan 08, 2025 15:13 ISTWest Bengal News Live: স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের মহিলা
শান্তিপুরের বাসিন্দা শেফালি দে-র স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন তিনি। এর জন্য এক তৃণমূল কর্মীকে ৩ হাজার টাকা কাটমানি দিতে হয়েছে বলে এখন অভিযোগ করছেন তিনি।
-
Jan 08, 2025 14:11 ISTWest Bengal News Live: সন্দেশখালির নির্যাতিতার বাড়িতে পুলিশ পাহারার নির্দেশ হাইকোর্টের
সন্দেশখালিতে তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনা নির্যাতিতার বাড়িতে সর্বক্ষণের পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবারের মধ্যে পুলিশকে আদালতে ওই মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা করতে হবে।
-
Jan 08, 2025 13:36 ISTWest Bengal News Live: ট্রুডোর পর কানাডার প্রধানমন্ত্রীর কুর্সিতে ভারতীয় বংশোদ্ভূত অনিতা?
কে অনিতা আনন্দ? যিনি কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন? ভারতের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে অনিতার। বদলে যেতে পারে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে অনিতার নাম উঠে আসছে। অনিতাকে নিয়ে দলে ঐকমত্যও রয়েছে। এমনটা হলে তিনিই হবেন কানাডায় প্রধানমন্ত্রী হিসাবে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা।
-
Jan 08, 2025 12:51 ISTWest Bengal News Live: শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, কড়া নিরাপত্তার চাদরে মুড়ল সাগর
১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির শাহী স্নান। সেই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা গঙ্গাসাগরে।
-
Jan 08, 2025 12:05 ISTWest Bengal News Live: মালদায় তৃণমূল নেতা খুনে দলেরই অপর নেতা গ্রেফতার
মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এবার দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার। দুলাল সরকার ওরফে বাবলা খুনে গতকাল দুপুরেই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাইকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর আজ নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে আরও এক তৃণমূল নেতাও গ্রেফতার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।
-
Jan 08, 2025 10:44 ISTWest Bengal News Live: পাচারের আগেই প্রচুর সোনা উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্তে, BSF-এর জালে বাংলাদেশি
ভারত-বাংলাদেশ সীমান্তে ফের পাচার আটকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা BSF। সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অবৈধ সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হল এক পাচারকারীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৬ লক্ষ ৭৩ হাজার টাকার সোনা।
-
Jan 08, 2025 10:19 ISTWest Bengal News Live: পুরসভার জল চুরি করে রঙিন মাছের ব্যবসা
জল চুরি করে চলছিল রঙিন মাছের ব্যবসা। একের পর এক চৌবাচ্চা করে তাতে রঙিন মাছ-সহ শিঙি-মাগুরের চাষ করছিলেন চুঁচুড়া ২ নম্বর কাপাসডাঙার বাসিন্দা রতন বিশ্বাস। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে হানা দেন হুগলি-চুঁচুড়া পুরসভার জল দফতরের আধিকারিকেরা। পুরসভার পুর পারিষদ (জল) দিব্যেন্দু অধিকারী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব্যসাচী দাস, স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী-সহ কয়েকজন গিয়েছিলেন ওই বাড়িতে।
-
Jan 08, 2025 09:57 ISTWest Bengal News Live: আউশগ্রাম-কাটোয়ায় ৪টি মন্দিরে দুঃসাহসিক চুরি
আউশগ্রাম ও কাটোয়া মিলিয়ে তিনটি গ্রামের ৫টি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় শোরগোল। তার মধ্যে শুধুমাত্র আউশগ্রামের ৪টি গ্রামের চার মন্দিরে দেবদেবীর সোনা-রূপার গয়না-সহ নিত্যসেবার কাঁসা-পিতলের বাসনও চোরেরা চুরি করে নিয়ে পালিয়েছে। একই দিনে কাটোয়ার অগ্রদ্বীপের একটি কালীমন্দির থেকে সর্বস্ব চুরি করে নিয়ে পালিয়েছে চোরেরা।
-
Jan 08, 2025 09:56 ISTWest Bengal News Live: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও গ্রেফতার
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে (Passport Scam Case) লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্রেফতারির সংখ্যা। জালিয়াতি কাণ্ডে জড়িত আরও একজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভাস্কর সামন্ত। ধৃত ব্যক্তি হুগলির খানাকুলের বাসিন্দা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড এই নিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতে গ্রেফতার হল পাঁচ জন। ধৃত ভাস্কর সামন্তকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।
-
Jan 08, 2025 09:24 ISTWest Bengal News Live: নিজের ঘরে ফিরেছে বাঘ, স্বস্তি গ্রামবাসীদের
বাঘ নিজের ঘরে ফিরেছে, স্বস্তি উত্তর বৈকন্ঠপুর গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার রাতে বাজি পটকা ফাটিয়ে বাঘকে জঙ্গলে ফেরত পাঠানো গিয়েছে জানিয়েছেন বনকর্মীরা। বাঘ নিজের জঙ্গলে ফিরেছে নিশ্চিত বন দফতর। কুলতলির মৈপীঠ-বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বৈকন্ঠপুর গ্রামের লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা বাঘটিকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় খাঁচা পাতা হয়েছিল ছাগলের টোপ দিয়ে। কিন্ত সেই টোপে পা দেয়নি বাঘটি। সেই সঙ্গে রাতভর বাজি পটকা ফাটিয়েও বাঘটিকে নিজের জঙ্গলে নদী সাঁতরে পালিয়ে গিয়েছে কিনা সে বিষয়ে সকাল থেকে অনুসন্ধানের কাজ শুরু করেছিল কর্মীরা। আজমল মারির জঙ্গলে ফিরে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।
-
Jan 08, 2025 08:44 ISTWest Bengal News Live: কুলতলিতে বাঘবন্দি করতে তৎপর বন দফতর
কুলতলিতে বাঘবন্দি খেলায় এবার নয়া মোড়। সুন্দরবনে অনুপ্রবেশকারী রয়্যাল বেঙ্গলের খোঁজে বুধবার জলপথে তল্লাশি চালাচ্ছে বন দফতর। কুলতলির বাঘ মাকড়ি নদী পেরিয়ে গিয়েছে কি না, সেটাই এখন দেখতে চাইছে বনদফতর। যদি বাঘ নদী পেরিয়ে যায়, তবে অবশ্যই নদীর পাড়ে পায়ের ছাপ মিলবে। সেই পায়ের ছাপ খোঁজ চলছে।
-
Jan 08, 2025 08:42 ISTWest Bengal News Live: হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়াল নয়াদিল্লি
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেদেশের অন্তর্বর্তী সরকার। এবার এরই মধ্যে ভারত আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাসিনার দেশে থাকার মেয়াদ বৃদ্ধি করেছে বলে খবর।
-
Jan 08, 2025 07:42 ISTWest Bengal News Live: আরজি কর কাণ্ডে শিয়ালদহ আদালতে শুনানি
আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুনের মামলায় শিয়ালদহ আদালতে হলফনামা জমা দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। আজ, বুধবার সেই মামলায় শুনানি রয়েছে আদালতে। এই মামলার শুনানির দিকে আজ নজর থাকবে সবার। ট্রায়াল কোর্টে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া চলছে। চলতি মাসে তাঁর সাজা ঘোষণা হতে পারে।
-
Jan 08, 2025 07:42 ISTWest Bengal News Live: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখতে মমতার বৈঠক
গঙ্গাসাগর মেলার পর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগর সফর সেরে কলকাতায় ফিরেছেন মমতা। বুধবার নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে তিনি আলোচনা করবেন বলে সূত্রের খবর। আগামী ৫-৬ ফেব্রুয়ারি এই শিল্প সম্মেলন হবে।
-
Jan 08, 2025 07:41 ISTWest Bengal News Live: তিব্বতে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে
তিব্বতে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত বেড়ে হয়েছে ১২৬। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আহত অবস্থায় ১৮৮ জনকে উদ্ধার করা হয়েছে। চিন অধিকৃত এই ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম অংশে মঙ্গলবার সকালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজারের বেশি বাড়িঘর।