/indian-express-bangla/media/media_files/2025/08/22/modi-metro-2025-08-22-10-23-32.jpg)
Kolkata Metro: নতুন মেট্রোপথের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Metro Railway:একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন ও সূচনা করতে আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা মেট্রো রেলের একাধিক করিডরের উদ্বোধন এবং ইন্টিগ্রেটেড রেভিনিউ সার্ভিস চালু হতে চলেছে। আজ নয়া মেট্রো পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী।
কোন কোন পরিষেবা শুরু হচ্ছে?
১. গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট মেট্রো) – ইন্টিগ্রেটেড রেভিনিউ সার্ভিস
সেকশন: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
তারিখ: ২২.০৮.২০২৫ (প্রাথমিকভাবে সন্ধ্যা ৬টার পর)
সময়সূচি: সকাল ৬:৩০ থেকে রাত ১০:১৯ পর্যন্ত
২.অরেঞ্জ লাইন – পরিষেবা সম্প্রসারণ
সেকশন: কবি সুভাষ থেকে বেলেঘাটা
তারিখ: ২৫.০৮.২০২৫
সময়সূচি: সকাল ৮:০০ থেকে রাত ৮:২৮ পর্যন্ত
ইয়েলো লাইন – রেভিনিউ সার্ভিসের সূচনা
সেকশন: নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর
তারিখ: ২৫.০৮.২০২৫
সময়সূচি: সকাল ৭:৫৮ থেকে রাত ৮:১০ পর্যন্ত
অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনে শনিবার এবং রবিবার কোনও পরিষেবা থাকবে না। উপরোক্ত পরিষেবাগুলির জন্য একটি বিস্তারিত সময়সূচী মেট্রো রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.mtp.indianrailways.gov.in-এ প্রকাশিত হবে।
আরও পড়ুন-Kolkata weather forecast:কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
এই সম্প্রসারণ কলকাতা, গ্রামীণ এবং শহরতলির বাসিন্দাদের জন্য দ্রুত, আরও দক্ষ এবং নির্ভরযোগ্য গণপরিবহণ ব্যবস্থার সুযোগ তৈরি করবে। এর জেরে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।