West Bengal News Updates:ঘূর্ণাবর্তর দোসর মৌসুমী অক্ষরেখা! তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ চলবে কতদিন?

West Bengal News Updates 22 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 22 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
July 28, 2025 weather forecast,  Kolkata weather  ,West Bengal weather update,  Monsoon forecast  ,Heavy rainfall,  Thunderstorm with rain,  South Bengal weather,  North Bengal weather forecast,  Temperature drop,  Humidity discomfort,  Rain probability in Kolkata,  Monsoon conditions,২৮ জুলাই ২০২৫ আবহাওয়ার পূর্বাভাস,  কলকাতা আবহাওয়া , পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর  ,বর্ষার পূর্বাভাস,  ভারী বৃষ্টি,  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি  ,দক্ষিণবঙ্গ আবহাওয়া , উত্তরবঙ্গ আবহাওয়ার পূর্বাভাস  ,তাপমাত্রা হ্রাস,  আর্দ্রতা জনিত অস্বস্তি  ,কলকাতা বৃষ্টির সম্ভাবনা , মৌসুমি বায়ু

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Updates:ভরা বর্ষায় আরও একবার কাঁপানো দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘূর্ণাবর্তর দোসর হয়েছে মৌসুমী অক্ষরেখা। তারই জরে এবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের একেবারে শুরুর দিক পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও।

Advertisment

বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে এবার আন্দোলনে আশা কর্মীরা। তাঁদের আন্দোলনে সামিল বিভিন্ন পুরসভার চুক্তিভিত্তিক কর্মীরাও। আশাকর্মীদের ব্যাপক বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাসবিহারী মোড়। 'সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে', দাবি আশাকর্মীদের। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার-হাজার আশাকর্মী কলকাতায় এসে বিক্ষোভ-মিছিলে হেঁটেছেন। রাসবিহারী মোড়ে তাঁদের জমায়েত ঘিরে ব্যাপক যনজট তৈরি হয়। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এদিন প্রচুর পুলিশকর্মী মোতায়েন ছিল।

প্রতীক্ষার অবসান! শেষমেশ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। ওয়েবসাইটে প্রকাশিত জয়েন্টের মেধাতালিকা। এবারের জয়েন্টে প্রথম পার্ক সার্কাস ডন বসকো স্কুলের ছাত্র অনিরুদ্ধ চক্রবর্তী। জয়েন্টে দ্বিতীয় হয়েছেন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস, তৃতীয় স্থানে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু, চতুর্থ রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায়।

Advertisment

আরও পড়ুন- rare disease:বিরল রোগে আক্রান্ত ৯ মাসের অংশিকা, ৯ কোটির ইঞ্জেকশনই একরত্তির 'সঞ্জীবনী সুধা'!

মেধা তালিকায় পঞ্চম দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃষাণজিৎ দোলই, ষষ্ঠ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র, সপ্তম বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়,জয়েন্টে অষ্টম খড়গপুরের ডিএভি মডেল স্কুলের অর্চিষ্মান নন্দী। এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নবম স্থানে রয়েছেন রাজারহাটের দিল্লি পাবলিক স্কুলের প্রতীক ধানুকা। চলতি বছরের ২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। অর্থাৎ প্রায় ৪  মাসের মাথায় প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল।

আরও পড়ুন- Kolkata weather forecast:কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

আরও পড়ুন-Dilip Ghosh:পার্টিতে আমার কোনও কাজ নেই, প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শুনতে পারি: দিলীপ ঘোষ

  • Aug 22, 2025 21:26 IST

    Kolkata News Live Updates: জয়েন্টের ফল প্রকাশে উচ্ছ্বাস মমতার

    "আমি অত্যন্ত আনন্দিত যে মহামান্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় বেরোনোর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ করতে পেরেছি। যে ক্ষিপ্রতার সঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই কাজটা করল আমি তার জন্য তাদের ধন্যবাদ জানাই। এবার  আমাদের রাজ্যের ১ লক্ষেরও বেশি ছেলে-মেয়েরা আগামীদিনের ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হবার লক্ষ্যে নিশ্চিন্তে এগিয়ে যেতে পারবে। 

    পাশাপাশি, একইভাবে, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরই বিভিন্ন কলেজে আন্ডার গ্র‍্যাজুয়েট কোর্স-এ ভর্তি হবার জন্য মেধা-তালিকাও কেন্দ্রীয় অ্যাডমিশান পোর্টালে আজ প্রকাশিত হয়েছে। এটাও অত্যন্ত আনন্দের। 

    অন্যান্য সংশ্লিষ্ট বকেয়া বিষয়গুলিও অবিলম্বে মিটিয়ে নেওয়া হবে।

    আইনী কিছু জটিলতার কারণে, আমরা বাধ্য হয়েছি ফলপ্রকাশ করার জন্য অপেক্ষা করতে। এর জন্য আমি দু:খিত, কিন্তু এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয়। আমি কখনো চাই না কারো ক্ষতি হোক। আমি সবসময় চাই, সকলের ভালো হোক। দেরীতে ফলপ্রকাশের কারণে কারো যাতে ক্ষতি না হয় সেটাও আমরা দেখব।

    জয় বাংলা!

    সত্যমেব জয়তে"।



  • Aug 22, 2025 20:54 IST

    Kolkata News Live Updates: পূর্ব মেদিনীপুরে বিজেপির জয়জয়াকার

    পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাসুদেবপুর উত্তরবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে চোর তৃণমূলকে হারিয়ে  ৯ টি আসনের ৯ জন বিজেপি প্রার্থী জয়লাভ করলো। এগরাবাসী সহ প্রত্যেক জয়ী প্রার্থীদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।



  • Aug 22, 2025 14:51 IST

    Kolkata News Live Updates:বৃদ্ধা খুনে তুঙ্গে আতঙ্ক!

    দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ভয়াবহ কাণ্ড! পঞ্চসায়র থানার ৫০০ মিটার দূরেই বৃদ্ধা খুন। খুনের আগে কাটা হয়েছিল CCTV-এর সংযোগ। নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাত-পা বাঁধা অবস্থায় খাটের তলায় পড়েছিলেন গৃহকর্তা। তাঁকে উদ্ধার করেছে পুলিশ। 

    বিস্তারিত পড়ুন- Shocking murder:কলকাতার এই এলাকা যেন অঘোষিত 'বৃদ্ধাশ্রম', সেখানেই বৃদ্ধা খুনে তুঙ্গে আতঙ্ক!



  • Aug 22, 2025 14:05 IST

    Kolkata News Live Updates:প্রকাশিত জয়েন্টের ফল, উত্তীর্ণদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

    প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। উত্তীর্ণ পড়ুয়াদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরি হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।" 

     

    West Bengal Joint Entrance Exam result,  WBJEE 2025 result published  ,Joint Entrance Examination result West Bengal  ,WBJEE merit list 2025,  WBJEE counselling process , WBJEE topper list 2025  ,West Bengal engineering entrance result,  WBJEE admission 2025,  WBJEE scorecard download,  Joint Entrance 2025 rank list,Mamata Banerjee, মমতা ব্যানার্জি,পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল  ,ডব্লিউবিজেইই ২০২৫ রেজাল্ট প্রকাশ,  জয়েন্ট এন্ট্রান্স ফলাফল,  জয়েন্ট এন্ট্রান্স মেরিট লিস্ট  ,জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিং,  জয়েন্ট এন্ট্রান্স টপার লিস্ট,  পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা  ,জয়েন্ট এন্ট্রান্স ভর্তি ২০২৫  ,জয়েন্ট এন্ট্রান্স স্কোরকার্ড ডাউনলোড  ,জয়েন্ট এন্ট্রান্স র‍্যাঙ্ক লিস্ট
    জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।

     



  • Aug 22, 2025 12:30 IST

    Kolkata News Live Updates:দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-জলের সম্ভাবনা

    ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-জলের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকী আজ কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

    বিস্তারিত পড়ুন- West Bengal News Live Updates:রাজ্যের OBC সংরক্ষণ নিয়ে বড় খবর! শেষমেষ কী জানাল সুপ্রিম কোর্ট?



  • Aug 22, 2025 12:12 IST

    Kolkata News Live Updates:বিরল রোগে আক্রান্ত ৯ মাসের অংশিকা

    প্রয়োজন ৯ কোটি টাকার একটি ইঞ্জেকশন। তাই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছে পরিবারষ এমনকী বাদ নেই প্রশাসনের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মন্ত্রীদের দপ্তরও। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সোশ্যাল মাধ্যমেও মাত্র ৯ মাসের ফুটফুটে মেয়েকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন অধ্যাপক দম্পতি। ৯ মাসের অংশিকা মণ্ডল (এসএমএ) স্পাইনাল মাসকুলার এট্রোফি মতোন বিরল রোগে আক্রান্ত। দেড় বছর বয়সের মধ্যেই অংশিকাকে নয় কোটি টাকা মূল্যের ইনজেকশন দিতে হবে।

    বিস্তারিত পড়ুন- rare disease:বিরল রোগে আক্রান্ত ৯ মাসের অংশিকা, ৯ কোটির ইঞ্জেকশনই একরত্তির 'সঞ্জীবনী সুধা'!



  • Aug 22, 2025 11:40 IST

    Kolkata News Live Updates:সুকান্তর আহ্বান!

    আজ বিকেলেই কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদমে তাঁর প্রকাশ্য জনসভা রয়েছে। তার আগে আজ সকালে দমদমের গোরাবাজারে প্রধানমন্ত্রী জনসভার আগে সাধারণ মানুষকে সভায় আসার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 



  • Aug 22, 2025 11:38 IST

    Kolkata News Live Updates:'অভিমানী' দিলীপ

    একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং তিনটি নতুন মেট্রো পথের সূচনায় আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং পরিষেবার সূচনার পর দমদম সেন্ট্রাল জেলের মাঠে নরেন্দ্র মোদীর প্রশাসনিক এবং রাজনৈতিক সভা। এই রাজ্যে মোদীর এর আগের তিনটি বড় সভায় ডাক পাননি রাজ্য BJP-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এবারের সভাতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে।

    বিস্তারিত পড়ুন-পার্টিতে আমার কোনও কাজ নেই, প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শুনতে পারি: দিলীপ ঘোষ



  • Aug 22, 2025 10:43 IST

    Kolkata News Live Updates:নতুন ইতিহাস তৈরির পথে কলকাতা মেট্রো

    একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন ও সূচনা করতে আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা মেট্রো রেলের একাধিক করিডরের উদ্বোধন এবং ইন্টিগ্রেটেড রেভিনিউ সার্ভিস চালু হতে চলেছে। আজ নয়া মেট্রো পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী।



  • Aug 22, 2025 10:42 IST

    Kolkata News Live Updates: আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

    দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, প্রায় সর্বত্র গতকালও কাঁপানো বৃষ্টির জোরালো দাপট দেখা গিয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস। উত্তরবঙ্গেও চলবে জোরালো বৃষ্টির ব্যাপক দাপট। আবহাওয়ার উন্নতি কবে?

    বিস্তারিত পড়ুন- Kolkata weather forecast:কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

     



modi kolkata kolkata metro Bengal Weather Forecast