/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Live Updates:অবশেষে কিছুটা হলেও OBC নিয়ে জট কাটল। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে মেডিক্যাল এন্ট্রান্স ও জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর আগে জয়েন্ট এন্ট্রান্সের মেডিক্যাল পরীক্ষায় ওবিসি পরীক্ষার্থীদের জন্য নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার উচ্চ আদালতের সেই রায়ের উপরেই স্থগিতাদেশ দিয়ে দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে কোনও বাধা রইল না। এমনকী আজই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ বিকেলেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক এবং রাজনৈতিক দুই কর্মসূচি নিয়ে ঝটিকা সফরে শহরে মোদী। বিমানবন্দরে নেমে আজ বিকেলে প্রথমে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন মোদী। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা হবে তাঁর হাতে। এরপর ওই স্টেশন থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- rare disease:বিরল রোগে আক্রান্ত ৯ মাসের অংশিকা, ৯ কোটির ইঞ্জেকশনই একরত্তির 'সঞ্জীবনী সুধা'!
এছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে তিনি জয় হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত যাবেন। আবার ওই পথেই মেট্রো ধরে ফিরবেন যশোর রোড স্টেশনে। পরে দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রথমে প্রশাসনিক সভা এবং তারপর দলীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- Kolkata weather forecast:কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
আরও পড়ুন-Dilip Ghosh:পার্টিতে আমার কোনও কাজ নেই, প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শুনতে পারি: দিলীপ ঘোষ
- Aug 22, 2025 12:30 IST
Kolkata News Live Updates:দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-জলের সম্ভাবনা
ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-জলের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকী আজ কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
বিস্তারিত পড়ুন- West Bengal News Live Updates:রাজ্যের OBC সংরক্ষণ নিয়ে বড় খবর! শেষমেষ কী জানাল সুপ্রিম কোর্ট?
- Aug 22, 2025 12:12 IST
Kolkata News Live Updates:বিরল রোগে আক্রান্ত ৯ মাসের অংশিকা
প্রয়োজন ৯ কোটি টাকার একটি ইঞ্জেকশন। তাই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছে পরিবারষ এমনকী বাদ নেই প্রশাসনের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মন্ত্রীদের দপ্তরও। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সোশ্যাল মাধ্যমেও মাত্র ৯ মাসের ফুটফুটে মেয়েকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন অধ্যাপক দম্পতি। ৯ মাসের অংশিকা মণ্ডল (এসএমএ) স্পাইনাল মাসকুলার এট্রোফি মতোন বিরল রোগে আক্রান্ত। দেড় বছর বয়সের মধ্যেই অংশিকাকে নয় কোটি টাকা মূল্যের ইনজেকশন দিতে হবে।
বিস্তারিত পড়ুন- rare disease:বিরল রোগে আক্রান্ত ৯ মাসের অংশিকা, ৯ কোটির ইঞ্জেকশনই একরত্তির 'সঞ্জীবনী সুধা'!
- Aug 22, 2025 11:40 IST
Kolkata News Live Updates:সুকান্তর আহ্বান!
আজ বিকেলেই কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদমে তাঁর প্রকাশ্য জনসভা রয়েছে। তার আগে আজ সকালে দমদমের গোরাবাজারে প্রধানমন্ত্রী জনসভার আগে সাধারণ মানুষকে সভায় আসার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
- Aug 22, 2025 11:38 IST
Kolkata News Live Updates:'অভিমানী' দিলীপ
একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং তিনটি নতুন মেট্রো পথের সূচনায় আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং পরিষেবার সূচনার পর দমদম সেন্ট্রাল জেলের মাঠে নরেন্দ্র মোদীর প্রশাসনিক এবং রাজনৈতিক সভা। এই রাজ্যে মোদীর এর আগের তিনটি বড় সভায় ডাক পাননি রাজ্য BJP-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এবারের সভাতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে।
বিস্তারিত পড়ুন-পার্টিতে আমার কোনও কাজ নেই, প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শুনতে পারি: দিলীপ ঘোষ
- Aug 22, 2025 10:43 IST
Kolkata News Live Updates:নতুন ইতিহাস তৈরির পথে কলকাতা মেট্রো
একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন ও সূচনা করতে আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা মেট্রো রেলের একাধিক করিডরের উদ্বোধন এবং ইন্টিগ্রেটেড রেভিনিউ সার্ভিস চালু হতে চলেছে। আজ নয়া মেট্রো পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী।
- Aug 22, 2025 10:42 IST
Kolkata News Live Updates: আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, প্রায় সর্বত্র গতকালও কাঁপানো বৃষ্টির জোরালো দাপট দেখা গিয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস। উত্তরবঙ্গেও চলবে জোরালো বৃষ্টির ব্যাপক দাপট। আবহাওয়ার উন্নতি কবে?
বিস্তারিত পড়ুন- Kolkata weather forecast:কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি