Kolkata weather forecast:কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

West Bengal weather Forecast 22 August 2025: শুক্রবার সকাল থেকে কলকাতা শহরে মেঘলা আকাশ। বেলা গড়ালে মহানগরীতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

West Bengal weather Forecast 22 August 2025: শুক্রবার সকাল থেকে কলকাতা শহরে মেঘলা আকাশ। বেলা গড়ালে মহানগরীতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Weather Update today 1 May 2025,কলকাতার আবহাওযার পূর্বাভাস,আজকের আবহাওয়া,আজকের আবহাওয়ার পূর্বাভাস

Rainfall Forecast: আজও একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

Heavy rainfall in Bengal:দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, প্রায় সর্বত্র গতকালও কাঁপানো বৃষ্টির জোরালো দাপট দেখা গিয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস। উত্তরবঙ্গেও চলবে জোরালো বৃষ্টির ব্যাপক দাপট। আবহাওয়ার উন্নতি কবে?

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি চলছে। গতকাল একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলার কোনও কোনও অংশে। শুক্রবার দিনভর চলবে এই পরিস্থিতি।

আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে। আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলবে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার নাগাদ আবহাওয়ার উন্নতি চোখে পরতে পারে।

Advertisment

আরও পড়ুন- Asaduddin Owaisi:“বাংলাদেশিদের ফেরত পাঠাতে হলে আগে হাসিনাকে পাঠান”, মোদী সরকারকে বার্তা ওয়েইসির

কলকাতার ওয়েদার আপডেট

শুক্রবার সকাল থেকে শহর কলকাতাতেও মেঘলা আকাশ। গতকাল দফায় দফায় দিনভর তিলোত্তমা মহানগরীতেও বৃষ্টি হয়েছে। শহর কলকাতার দিকে দিকে জলমগ্ন তৈরি হয়েছিল। জল জমে বেড়েছিল যানজটের ভোগান্তিও। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ শুক্রবারেও কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

আরও পড়ুন- mysterious needles:যুবকের শরীরে গুচ্ছ-গুচ্ছ রহস্যজনক সুচ, 'কালাজাদু' আতঙ্ক পরিবারের! টিম পাঠাচ্ছে স্বাস্থ্য দফতর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।

আরও পড়ুন-Kolkata Metro:পাতালে স্বপ্নের সংযুক্তি! মিলেমিশে একাকার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, মেট্রোয় কাল ইতিহাস!

weather Bengal Weather Kolkata Weather