Commendable Performance of metro rpf in the year 2024: মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ সর্বদা মেট্রো চত্বরে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়। এক্ষেত্রে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মেট্রোরেলের RPF যাত্রীদের নিরাপত্তায় বিরাচ অবদান রাখে এবং যাত্রীদের সুবিধার্থে প্ল্যাটফর্ম, স্টেশন প্রাঙ্গণ এবং ট্রেনের ভিতরে যে কোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সর্বদা কঠোর নজরদারি বজায় রাখে। বিগত বছরগুলির মতো, ২০২৪ সালেও মেট্রোর RPF-এর কর্মীরা প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, RPF উপদ্রব, থুতু ফেলা, ধূমপান এবং আবর্জনা ফেলা ইত্যাদির ৬৪৬টি ঘটনা শনাক্ত করেছে। মোবাইল চুরি, পকেটমারির ১১টি ঘটনা ধরেছে। ১৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
২০২৪ সালে দুটি শিশুকে উদ্ধার করে যথাযথ স্বীকৃতিসহ সংশ্লিষ্ট স্থানীয় পুলিশ/এনজিওর কাছে হস্তান্তর করা করেছিল এই RPF। ২০২৪ সালে মেট্রোতে ভ্রমণের সময় ১৬৯ জন অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছিল RPF।
আরও পড়ুন- West Bengal News Live:আবারও বাংলাদেশ সীমান্তে অশান্তি, কাঁটাতার লাগানো নিয়ে BSF-BGB তুমুল তর্কাতর্কি
মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতিতে আরও জানানো হয়েছে, আরপিএফ নিরাপত্তা হেল্পলাইন এবং মহিলা সুরক্ষা হেল্পলাইন নম্বরে গত বছর মোট ৪৮১৩টি ফোন পেয়েছিল এবং অভিযোগের প্রকৃতি অনুসারে অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে আরপিএফ কর্মীরা যাত্রীদের উপযুক্ত সহায়তা প্রদান করেছিলেন। এককথায় কলকাতা মেট্রোয় যাত্রীদের মসৃণ পরিষেবা নিশ্চিত করতে মেট্রোরেলের অন্যান্য কর্মীদের পাশাপাশি রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা রেলওয়ে সুরক্ষা বাহিনীর গুরুত্ব অপরিসীম।
আরও পড়ুন- Maheshtala lynching: ফের চোর সন্দেহে গণপিটুনি, যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ