youth allegedly beaten to death in maheshtala: ফের চোর সন্দেহে যুবককে গণপিটুনি, মৃত্যু। চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের একটি নির্মীয়মাণ আবাসন থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয়দের মাধ্যমে সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পারে বুধবার রাতে ওই এলাকায় চিৎকারের শব্দ শুনতে পান তাঁরা। বৃহস্পতিবার ভোরে ওই আবাসনে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখা যায়। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানতে পারেনি পুলিশ। মৃত যুবকের নাম দেব দাস। তাঁর বাড়ি নুঙ্গি স্টেশন রোড এলাকায়। পুলিশের অনুমান সম্ভবত চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় তাঁকে। তারই জেরে যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্তে নেমে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ নির্মীয়মাণ ওই আবাসনটি সিল করেছে। ওই আবাসনে বেশ কিছু শ্রমিক থেকেও কাজ করতেন। তবে ঘটনার পর থেকে তাঁদের খোঁজ মিলছে না। ওই শ্রমিকদের খাঁজ চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে ওই আবাসনের প্রোমোটারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও চোর সন্দেহে গণপিটুনির একাধিক ঘটনা ঘটেছে রাজ্যে। তবে এটি তেমনই কোনও ঘটনা বলে এখনও নিশ্চিত হওয়া না গেলেও সন্দেহটা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন- Purba Bardhaman News: শিক্ষকের অভাবে স্কুলে তালা ঝুলেছে, শিক্ষাঙ্গণকেই 'হাট' বানিয়েছে পঞ্চায়েত
প্রশাসনের তরফে বারবার এই ধরনের প্রবণতা এড়ানোর জন্য প্রচার চালানো হয়। আইন নিজেদের হাতে তুলে না নিয়ে প্রশাসনের গোচরে আনতেও বারবার চলেছে সচেতনতামূলক প্রচার। তবে সেই সব প্রচারেও যে বিশেষ কাজ হচ্ছে না ফের এই ঘটনা সেটাই প্রমাণ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন- West Bengal News Live:আবারও বাংলাদেশ সীমান্তে অশান্তি, কাঁটাতার লাগানো নিয়ে BSF-BGB তুমুল তর্কাতর্কি