Advertisment

Price Hike: উৎসবের মরশুম শুরুর মুখেই বিরাট ধাক্কা! আবারও বাড়ল গ্যাসের দাম

LPG Cylinder price hike: আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠা-নামার উপর নির্ভর করে গ্যাস সিলিন্ডারের বাজারদর। সামনেই উৎসবের মরশুম শুরু। ঠিক তার আগে আগে বাড়ানো হলো গ্যাস সিলিন্ডারের দাম।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
lpg, এলপিজি

প্রতীকী ছবি।

LPG Cylinder price hike: ফের বাড়ল গ্যাসের দাম। আজ ১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল। যদিও বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই থাকছে। উৎসবের মরশুম শুরুর ঠিক আগে আগে এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ায় অস্বস্তি বাড়ল রেস্তোরাঁ, হোটেল মালিক ও ছোট দোকানিদের।

Advertisment

আবারও দাম বাড়ল গ্যাসের। তবে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে রদাম অপরিবর্তিই রাখা হচ্ছে। এবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠা-নামার উপরেই নির্ভর করে পেট্রোপণ্যের দাম। আজ ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩৮ টাকা বাড়ানো হয়েছে।

সামনেই শুরু উৎসবের মরশুম। ঠিক তার আগে আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় বিশেষত ছোট দোকানিরা অস্বস্তিতে পড়বেন। মূলত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার হোটেল, রেস্তোঁরাগুলিতেই ব্যবহৃত হয়। তবে গৃহস্থকে স্বস্তি দিয়ে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এই দফাতেও অপরিবর্তিতই রাখা হয়েছে। এখনও বাড়িতে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের দাম ৮২৯ টাকাই রয়েছে।

আরও পড়ুন- New town Shootout: রাতের শহরে ফিল্মি কায়দায় রোমহর্ষক খুন! তুমুল চাঞ্চল্য

সামনেই উৎসবের মরশুম শুরু। স্বাভাবিকভাবেই রেস্তোঁরা-হোটেলগুলিতে বেচা-কেনা বাড়বে। ঠিক এই আবহে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তি বাড়ছে বিশেষত ছোট দোকানগুলির মালিকের। ফের এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৩৮ টাকা বাড়ানোর প্রভাব পড়বে খাবারের দামের উপরেও। 

আরও পড়ুন- সুন্দরবনের জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হল না, পুলিশের জালে ১১ বাংলাদেশি

LPG Price Hike LPG Price LPG Cylinder Commercial LPG
Advertisment