Bangladeshi Arrested: বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ল শিশু সহ মোট ১১ জন।
বাংলাদেশের অশান্তির জেরে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন বাঘের ডেরায়। কিন্তু শেষ রক্ষা হল না। সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নেওয়া মহিলা ও শিশু সহ মোট ১১ জনকে গ্রেফতার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
সেমিনার হলের ভাইরাল ছবিতে লাল জামা পরে উনি কে? চুড়ান্ত রহস্য
কীভাবে পুলিশের হাতে ধরা পড়ল সকলে?
শুক্রবার বিকেলে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় টহলদারি সময় জঙ্গলের মধ্যে দেখা যায় অনুপ্রবেশকারীদের। সঙ্গে সঙ্গে তাদের সকলকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন বনকর্মীরা। এরপর খবর দেওয়া হয় সুন্দরবন কোস্টাল থানায়।
Visva Bharati University: বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় সোরেন, এই প্রথম আদিবাসী সম্প্রদায়ের অধ্যাপককে গুরুদায়িত্ব
পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ১১ জনকেই। ধৃতের মধ্যে পাঁচ শিশু, পাঁচ মহিলা ও একজন পুরুষ । ধৃত ১১ জনকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে ধৃত ব্যক্তির সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে।
Adhir Chowdhury: নির্যাতিতার পরিবার 'গৃহবন্দি', আরজি করে ঢুকতে বাধা পেয়ে পুলিশকে তুলোধনা অধীরের
পুলিশ সূত্রের খবর ধৃতদের সকলের বাড়িই বাংলাদেশের খুলনা জেলার করেয়া থানা এলাকায়। আরও কেউ ওই এলাকায় আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
নামমাত্র খরচে পান দুর্দান্ত রেঞ্জ, ই-লুনার ফিচার্স চমকে দেবে