/indian-express-bangla/media/media_files/2025/03/01/ujdokIIZuieui5Ghfm7K.jpg)
lpg cylinder price hike: ফের দাম বাড়ল রান্নার গ্যাসের।
commercial lpg cylinder price hike:মার্চ মাসের শুরুতেই দুঃসংবাদ! ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এ মাসেই রয়েছে বেশ কয়েকটি উৎসব। দোলযাত্রা, হোলি থেকে শুরু করে ইদও রয়েছে এমাসেই। আগামিকাল অর্থাৎ ২ মার্চ থেকে শুরু হচ্ছে রমজান মাস। ঠিক এই আবহে এবার রান্নার গ্যাসের দাম বাড়াল তেল বিপণনকারী সংস্থাগুলি।
১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ মার্চ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ ১ মার্চ ২০২৫ থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা করে বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল সংস্থার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে এবার খরচ পড়বে ১৯১৩ টাকা। ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯০৭ টাকা।
তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। রাজধানী দিল্লিতে আজ ১ মার্চ থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮০৩ টাকা। বাণিজ্য নগরী মুম্বইয়ে আজ থেকে এই সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৭৫৫.৫০ পয়সা। শহর কলকাতায় আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৯১৩ টাকা।
আরও পড়ুন- West Bengal News Live: মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, নারকীয় ঘটনায় আটক ১
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মূলত ছোট, বড়, মাঝারি রেস্তোঁরাগুলিতেই ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবেই গ্যাসের দাম বাড়ার জেরে এবার রেস্তোঁরার বিলও বাড়তে পারে। তবে স্বস্তি একটাই, যে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এখনও ১৪.২ কেজি গ্যাসের দাম রয়েছে ৮২৯ টাকা।