Kolkata Police has arrested one of culprit of Digital Arrest Gang from Delhi: বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। খাস রাজধানী দিল্লি থেকে 'ডিজিটাল অ্যারেস্ট' (Digital Arrest) চক্রের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের অফিসাররা। ধৃতের বিরুদ্ধে ৯৩০টি আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা, ল্যাপটক, বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।
ইদানিং 'ডিজিটাল অ্যারেস্ট' শব্দবন্ধটি রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠেছে অনেকের কাছে। রাজ্যের একাধিক ব্যক্তি ডিজিটাল অ্যারিস্টের শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। এরাজ্যের পাশাপাশি 'ডিজিটাল অ্যারেস্ট' চক্রের জাল ছড়িয়ে রয়েছে ভিন রাজ্যেও। এবার সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে কলকাতা পুলিশ এই প্রতারণা চক্রের এক পাণ্ডাকে দিল্লি থেকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৯৩০ টি আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃত ব্যক্তির কাছ থেকে ল্যাপটপ, নগদ দু'লক্ষ টাকার পাশাপাশি বহু বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে দফায় দফায় জেরা তদন্তকারীদের। এই চক্রে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal News Live: মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, নারকীয় ঘটনায় আটক ১
সাম্প্রতিক সময়ে কলকাতার পাশাপাশি জেলাগুলিতে ডিজিটাল প্রতারণার একাধিক ঘটনা সামনে এসেছে। ভিন রাজ্যেও ডিজিটাল অ্যারেস্টে প্রতারণার শিকার হয়েছেন এমন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এক্ষেত্রে বেশিরভাগ সময় টার্গেট করা হচ্ছে মূলত প্রবীণ নাগরিকদেরই। সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু অভিযোগ কলকাতা পুলিশের কাছেও এসেছে। তারই ভিত্তিতে এবার সূত্র মারফত খবর পেয়ে রাজধানী দিল্লিতে হানা দেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা। হাতেনাতে গ্রেফতার করা হয় ডিজিটাল অ্যারেস্ট চক্রের অন্যতম এই পাণ্ডাকে।
আরও পড়ুন- Parnasree Suicide: অটিজমে আক্রান্ত মেয়েকে নিয়ে গলায় দড়ি বাবার! বেহালার পর্ণশ্রীতে তুমুল চাঞ্চল্য