Advertisment

Nine Fishermen Missing: মাঝ সমুদ্রে তুমুল ঝড়ের মুখে মৎসজীবীরা, উল্টে গেল ট্রলার, নিখোঁজ ৯, শোকের ছায়া

Nine Fishermen Missing: ইলিশ ধরতে গভীর সমুদ্রে গিয়ে চরম বিপত্তি। মাঝসমুদ্রে টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল মৎসজীবী সমেত ট্রলার। ঘটনায় ৮ জন মৎসজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও বাকী ৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
trawler capsized

বঙ্গোপসাগরে আচকাই টর্নেডোর কবলে পড়ে উলটে গেল ১৭ জন মৎসজীবী সমেত আস্ত একটি ট্রলার

Nine Fishermen Missing: ইলিশ ধরতে গভীর সমুদ্রে গিয়ে ঘটল চরম বিপত্তি। মাঝসমুদ্রে টর্নেডোর কবলে পড়ে উলটে গেল ১৭ মৎসজীবী সমেত আস্ত ট্রলার। ঘটনায় ৮ জন মৎসজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও বাকী ৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া মেনে এসেছে গোটা এলাকায়। 

Advertisment

পুজোয় পাতে পড়বে পদ্মার রূপোলি শষ্য, চুটিয়ে হোক রসনাতৃপ্তি

বঙ্গোপসাগরে টর্নেডোর কবলে পড়ে উলটে গেল ১৭ জন মৎসজীবী সমেত আস্ত একটি ট্রলার। ঘটনার জেরে নিখোঁজ হয়েছেন ৯ মৎস্যজীবী। শনিবার ভোর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে।

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ‘‌গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয়। এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায়। আশেপাশে থাকা ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখে আটজন মৎস্যজীবীকে উদ্ধার করেন। ৯ জন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছেন। 

পুজোয় যাত্রী স্বার্থে অভাবনীয় উদ্যোগ! ঠাকুর দেখার আনন্দ জমে হবে ক্ষীর

জানা গিয়েছে, ট্রলারটিকে সোজা করা গেলেও সেটিতে জাল থাকায় ভিতরে তল্লাশি চালানো সম্ভব হচ্ছে না। মৎস্যজীবীদের অনুমান, ট্রলারের ভিতরেই কেবিনে আটকে পড়েছেন ৯ মৎসজীবী। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। উৎকন্ঠা- আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে নিখোঁজ মৎসজীবী পরিবারগুলিকে। 

Fisherman Missing Bay of Bengal
Advertisment