Advertisment

Chanchal Hospital: 'RG Kar করে দেব', সরকারি হাসপাতালে নার্সকে 'ভয়ঙ্কর' হুমকি! গ্রেফতার এক

Chanchal Hospital: আরজি কর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে গর্জে উঠেছে গোটা বাংলা। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। গতকালই ৪২ দিনের দীর্ঘ কর্মবিরতির পর কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এর মাঝেই কর্তব্যরত নার্সকে চূড়ান্ত হেনস্থার অভিযোগ রোগী ও তার পরিবারের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar করে দেব', সরকারি হাসপাতালে নার্সকে 'ভয়ঙ্কর' হুমকি

RG Kar করে দেব', সরকারি হাসপাতালে নার্সকে 'ভয়ঙ্কর' হুমকি



Chanchal Hospital: আশ্বাসই সাড়! সরকারি হাসপাতালে ফের হুমকির শিকার কর্তব্যরত নার্স। 'আরজি কর করে দেব' এমনই বেনজির হুমকি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত নার্সকে। পাশাপাশি চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। এই মর্মে ওই নার্সের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে অভিযুক্ত আরিফ আলিকে । গোটা ঘটনাকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে যায়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করলেও আতঙ্ক যেন এখনও পিছু ছাড়ছে না। 

Advertisment

CBI-এর ম্যারাথন জেরা, গতকালের পর আজ ফের তলব বিরূপাক্ষ-অভীককে, কী উঠে এল?

আরজি কর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে গর্জে উঠেছে গোটা বাংলা। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। গতকালই ৪২ দিনের দীর্ঘ কর্মবিরতির পর কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এর মাঝেই কর্তব্যরত নার্সকে চূড়ান্ত হেনস্থার অভিযোগ রোগী ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, 'আরজি কর করে দেব'  এমনই হুমকি দেন রোগীর আত্মীরা। ওই নার্সের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আরিফ আলিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে , গতকাল রাত্রে নার্সের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর আত্মীয়রা। এরপরই ওই নার্সকে দেওয়া হয় হুমকি।

বঙ্গে শেষ অধীর জমানা, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে এবার রাহুল ঘনিষ্ঠ শুভঙ্কর

কর্তব্যরত নার্সের অভিযোগ, শনিবার রাতে তিনি কর্তব্যে থাকাকালীন এক রোগীর আত্মীরা তার সঙ্গে খারাপ ব্য়বহার করেন । প্রতিবাদ জানাতে গেলে হুমকি দেওয়া হয়। করা হয় বর্ণবিদ্বেষ মূলক বক্তব্য।  প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ারও হুমকি দেওয়া হয় তাকে। জানা গিয়েছে ওই রোগীর বাড়ি মালদার হরিশচন্দ্রপুরে। গতকাল রাতে তার পরিবার তার সঙ্গে দেখা করতে আসার পর নার্সের সঙ্গে খারাপ আচরণ করেন রোগীর পরিবাররা। তার প্রতিবাদ জানাতে গেলেই রোগীর আত্মীয়দের চরম হুমকির মুখে পড়তে হয় তাকে। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীরা। জানা গিয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

Maldah West Bengal
Advertisment