ভোটে জিততে অধীরেই আস্থা রাখল দল, দেওয়া হল গুরুদায়িত্ব

উল্লেখ্য চলতি বছরের শেষেই বিহার বিধানসভা নির্বাচন। কংগ্রেস ও জোটসঙ্গী এনডিএকে পরাস্ত করে ক্ষমতায় ফিরতে নির্বাচন প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না।

উল্লেখ্য চলতি বছরের শেষেই বিহার বিধানসভা নির্বাচন। কংগ্রেস ও জোটসঙ্গী এনডিএকে পরাস্ত করে ক্ষমতায় ফিরতে নির্বাচন প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

বিহার নির্বাচনে এবার বড় দায়িত্বে বাংলার দাপুটে কংগ্রেস নেতা

বিহার নির্বাচনে এবার বড় দায়িত্বে বাংলার দাপুটে কংগ্রেস নেতা। শনিবার কংগ্রেসের তরফে বিহার বিধানসভা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর উপর। একই সঙ্গে সিনিয়র পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ছত্তিশগড় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে। এর সঙ্গেই কংগ্রেস ৪১ জন নেতাকে জেলা পর্যবেক্ষক হিসাবেও নিয়োগ করেছে।

Advertisment

আরও পড়ুন-লাগাতার বৃষ্টিতে দার্জিলিংয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, মৃত্যু,বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুমোদনের ভিত্তিতে এই তিন শীর্ষ কংগ্রেস নেতাকে বিহারের নির্বাচনের জন্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সিনিয়র পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিহারের প্রতিটি জেলায় জেলা নির্বাচন পর্যবেক্ষক নিযুক্ত করার প্রস্তাবও কংগ্রেস সভাপতি অনুমোদন করেছেন। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪১ জন নেতাকে জেলা পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Advertisment

বিহার বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস অশোক গেহলট, ভূপেশ বাঘেল এবং অধীর রঞ্জন চৌধুরীকে সিনিয়র পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। রাজস্থান ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে অশোক গেহলট এবং ভূপেশ বাঘেলের অভিজ্ঞতা এবং পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরীর অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ। মল্লিকার্জুন খাড়গে জেলা নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদনও দিয়েছেন।উল্লেখ্য চলতি বছরের শেষেই বিহার বিধানসভা নির্বাচন। কংগ্রেস ও জোটসঙ্গী  এনডিএকে পরাস্ত করে ক্ষমতায় ফিরতে নির্বাচন প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুমোদনের পর, বিহার নির্বাচনের জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সিনিয়র পর্যবেক্ষক ও জেলা পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। 

আরও পড়ুন- অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার! ইতিহাস গড়ার পথে রবিবারের মেগা 'পুজো কার্নিভাল'

adhir choudhury